মুজিববাদের রাজনীতি আর হবে হবে না: নাহিদ

জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেছেন, মুজিববাদের রাজনীতি বাংলাদেশে আর হবে না। জুলাই গণঅভ্যুত্থানে আমরা মুজিববাদী, ফ্যাসিবাদী রাজনীতির বিরুদ্ধে রাজনীতি করেছি। মুজিববাদ এখনো নানা ছলে মাথাচাড়া দেওয়ার চেষ্টা করছে। বাংলাদেশের জনগণ মুজিববাদের বিরুদ্ধে ৫ আগস্ট রায় দিয়ে দিয়েছেন। মুজিববাদের রাজনীতি বাংলাদেশে চলবে না, চলতে দেওয়া হবে না। বাংলাদেশকে আর নতুন করে বিভাজিত হতে দেব না। বাংলাদেশে যে ঐক্য তৈরি হয়েছে সংস্কারের মাধ্যমে এই ঐক্য বজায় রাখতে হবে।
শুক্রবার (২৫ জুলাই) বেলা ২ টায় সুনামগঞ্জে জাতীয় নাগরিক পার্টির ‘জুলাই পদযাত্রা অনুষ্ঠান’ উপলক্ষে আয়োজিত পথসভায় তিনি এসব কথা বলেন। শহরের ট্রাফিক পয়েন্টে এ পথসভা অনুষ্ঠিত হয়।
আরও পড়ুন: আল বদর বাহিনী ধর্মকে বিক্রি করছে, বিএনপি বিশৃঙ্খলাকে প্রশ্রয় দেয় না: আমিনুল হক
নাহিদ বলেন, মুজিববাদকে শুধু আইনগতভাবে মোকাবিলা করলে হবে না। মুজিববাদের বিরুদ্ধে রাজনৈতিক, সামাজিক এবং সাংস্কৃতিক প্রতিরোধ গড়ে তুলতে হবে আপনাদের আমাদের সবাইকে। মুজিববাদ মানে কেবল মুক্তিযুদ্ধ এবং শেখ মুজিব না। মুজিববাদ মানেই ফ্যাসিবাদ, মুজিববাদ মানে গত ৫০ বছরের বিভাজনের রাজনীতি। মুজিববাদ মানে গুম, খুন, ধর্ষণ এবং মানবাধিকার হরণের রাজনীতি। মুজিববাদের রাজনীতি হচ্ছে ইসলামবিদ্বেষী সাম্প্রদায়িক রাজনীতি। মুজিববাদের রাজনীতি হচ্ছে সংখ্যালঘু সম্প্রদায়ের জমি দখলের রাজনীতি। মুজিববাদ মানে স্বাধীনতা সার্বভৌমত্ব বিসর্জন দিয়ে দেশটাকে ভারতের হাতে বর্গা দেওয়ার রাজনীতি। আমরা এই মুজিববাদের বিরুদ্ধে দাঁড়াচ্ছি। এই মুজিববাদকে আমরা বাংলাদেশ থেকে উৎখাত করেছি। মুজিববাদকে আমরা আর বাংলাদেশে মাথা তুলে দাঁড়াতে দেব না। আমরা বাংলাদেশকে আর নতুন করে বিভাজনের রাজনীতি হতে দেব না। আমরা মনে করি বাংলাদেশে যে জাতীয় ঐক্য তৈরি হয়েছে সংস্কারের মাধ্যমে তা বজায় রাখতে হবে।
তিনি আরো বলেন, কোটা সংস্কার আন্দোলন থেকে ছাত্র তরুণেরা একদফার মাধ্যমে গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদবিরোধী আন্দোলনে রূপ দিয়েছিল। আপনারা গণভবন ঘেরাও করেছেন, আপনারা শেখ হাসিনাকে উৎখাত করেছেন। আমরা মনে করি ফ্যাসিবাদবিরোধী লড়াইয়ে প্রকৃত বিজয়ী এ দেশের সাধারণ মানুষ, সাধারণ জনগণ। আমাদের লড়াই শেষ হয়ে যায়নি। নতুন বাংলাদেশ নতুন বন্দোবস্ত প্রতিষ্ঠা না হওয়া পর্যন্ত সেই লক্ষ্য অর্জিত না হওয়া পর্যন্ত আমাদের লড়াই চলবে। আমরা বিপ্লব ও গণঅভ্যুত্থানের মাধ্যমে ফ্যাসিবাদকে উৎখাত করেছিলাম। ঠিক এভাবেই সংস্কারের মাধ্যমে আমরা গণতান্ত্রিকভাবে নিয়মতান্ত্রিকভাবে সংস্কারের মাধ্যমে নতুন বাংলাদেশ প্রতিষ্ঠা করতে চাই।
আরও পড়ুন: রাজধানীতে অভিযান: নিষিদ্ধ আওয়ামী লীগ ও অঙ্গ সংগঠনের ১৩ নেতা-কর্মী গ্রেফতার
এ সময় মাইলস্টোনে বিমান দুর্ঘটনায় নিহতদের মাগফিরাত ও আহতদের সুস্থতা কামনা করেন।
জাতীয় নাগরিক পার্টির সুনামগঞ্জ জেলা সমন্বয়কারী দেওয়ান সাজাউর রাজা চৌধুরী সুমনের সভাপতিত্বে ও কেন্দ্রীয় কমিটির যুগ্ম আহ্বায়ক অনিক রায়ের সঞ্চালনায় মঞ্চে উপস্থিত ছিলেন- এনসিপির সদস্য সচিব আখতার হোসেন, দক্ষিণাঞ্চলের মুখ্য সংগঠক হাসনাত আব্দুল্লাহ, উত্তরাঞ্চলের মুখ্য সংগঠক সারজিস আলম, সিনিয়র যুগ্ম সদস্য সচিব ডা. তাসনিম জারা, সামান্তা শারমিন, বাংলাদেশ গণতান্ত্রিক ছাত্র সংসদের কেন্দ্রীয় আহ্বায়ক আবু বাকের মজুমদার, কেন্দ্রীয় যুগ্ম আহ্বায়ক, আশরাফুল আলম আরিফ, কেন্দ্রীয় সদস্য তানভীর আহমেদ চৌধুরীসহ জেলার জাতীয় নাগরিক পার্টির নেতারা।