চিকিৎসকদের অনুমতি পেয়ে বাসায় ফিরেছেন মির্জা ফখরুল

Sanchoy Biswas
নিজস্ব প্রতিবেদক
প্রকাশিত: ১০:১৪ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫ | আপডেট: ১০:১৪ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বিএনপি মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর চিকিৎসকদের অনুমতি পেয়ে হাসপাতাল থেকে বাসায় ফিরেছেন। বুধবার (২০ আগস্ট) দুপুরে তিনি রাজধানীর গুলশানের নিজ বাসায় ফেরেন বলে জানিয়েছেন বিএনপির স্থায়ী কমিটির সদস্য ও চিকিৎসক ডা. এজেড এম জাহিদ হোসেন।

তিনি জানান, “মহাসচিব এখন স্থিতিশীল অবস্থায় আছেন। শারীরিকভাবে সুস্থ এবং ভালো আছেন। হাসপাতালে তার বিভিন্ন পরীক্ষা-নিরীক্ষা করা হয়েছে। অধ্যাপক ডা. মোমিনুজ্জামানের অধীনে তিনি চিকিৎসাধীন ছিলেন।”

আরও পড়ুন: তারেক রহমানের পক্ষ থেকে নিহত ও আহতদের পরিবারের প্রতি আর্থিক সহায়তা

জাহিদ হোসেন আরও জানান, বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান লন্ডন থেকে মির্জা ফখরুলের অসুস্থতার খবর শুনেই খোঁজখবর নেন এবং সার্বিক পরিস্থিতি সম্পর্কে অবগত হন।

উল্লেখ্য, মঙ্গলবার (১৯ আগস্ট) গভীর রাতে গুলশানের বাসায় হঠাৎ অসুস্থতা অনুভব করলে দ্রুত তাকে গুলশানের ইউনাইটেড হাসপাতালে নেওয়া হয়। সেখানে ভর্তি রেখে চিকিৎসা দেওয়া হয়।

আরও পড়ুন: বিএনপির ৪৭তম প্রতিষ্ঠাবার্ষিকী উদযাপনে ৬ দিনের কর্মসূচি ঘোষণা

এদিকে বুধবার দুপুরে জামায়াতে ইসলামীর নায়েবে আমির সৈয়দ আব্দুল্লাহ মোহাম্মদ তাহের এবং সহকারী সেক্রেটারি জেনারেল মোয়াজ্জেম হোসাইন হেলাল ইউনাইটেড হাসপাতালে গিয়ে মির্জা ফখরুলের সঙ্গে সাক্ষাৎ করেন এবং তার শারীরিক অবস্থার খোঁজখবর নেন। তারা কিছু সময় মহাসচিবের সঙ্গে কথাও বলেন।