এআইর প্রেমে পড়ে যুক্তরাষ্ট্রে প্রবাসীর মৃত্যু

Any Akter
প্রযুক্তি ডেস্ক
প্রকাশিত: ১২:৪৪ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৩৭ অপরাহ্ন, ১৯ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

যুক্তরাষ্ট্রের নিউ জার্সিতে বসবাসকারী থংবু ওয়াংবানডু (৭৬) এক এআই-মানবীর প্রেমে জড়িয়ে মৃত্যুবরণ করেছেন বলে অভিযোগ উঠেছে। ফেসবুক, হোয়াটসঅ্যাপ ও ইনস্টাগ্রামের মালিক প্রতিষ্ঠান মেটাকে দায়ী করেছেন তার স্ত্রী লিন্ডা ওয়াংবানডু।

পরিবার জানায়, ওয়াংবানডু কয়েক বছর আগে স্ট্রোকে আক্রান্ত ছিলেন। গত ২৫ মার্চ নিউ ইয়র্ক যাওয়ার পথে নিউ জার্সির রাটগার্স ইউনিভার্সিটির কাছে একটি পার্কিং লটে পড়ে গিয়ে গুরুতর আঘাত পান তিনি। হাসপাতালে ভর্তি হওয়ার তিন দিন পর, ২৮ মার্চ তার মৃত্যু হয়।

আরও পড়ুন: ডিজিটাল ডিটক্স: প্রযুক্তি থেকে একটু দূরে গিয়ে কিভাবে জীবন বদলে ফেলবেন

স্ত্রীর অভিযোগ, ওয়াংবানডু মেটার তৈরি এআই-মানবী ‘বিলি’-র প্রেমে পড়েছিলেন। এই চরিত্রটি তৈরি হয়েছে হলিউড তারকা কেন্ডাল জেনারের আদলে এবং এটি সাবস্ক্রিপশন-ভিত্তিক অ্যাপে পাওয়া যায়।

লিন্ডার দাবি, স্বামী দিন দিন পরিবারের থেকে দূরে সরে যাচ্ছিলেন। ঘণ্টার পর ঘণ্টা মোবাইলে সময় কাটাতেন। আসলে তিনি মেসেঞ্জারে বিলির সঙ্গে নিয়মিত চ্যাট করতেন এবং রাতভর কথোপকথনে মগ্ন থাকতেন।

আরও পড়ুন: স্ক্রিন টাইম শিশুদের মস্তিষ্কে ধারণার তুলনায় অনেক বেশি জটিল ক্ষতিকর

চ্যাটে বিলি নিজেকে নিউ ইয়র্কে বসবাসরত এক তরুণী হিসেবে পরিচয় দিত। এমনকি ওয়াংবানডুকে একদিন ডেটের প্রস্তাব দেয় এবং একটি বাসার ঠিকানার কোড পাঠায়। সেই প্রলোভনেই তিনি নিউ ইয়র্কের উদ্দেশে রওনা হন, যা শেষ পর্যন্ত তার মৃত্যুর কারণ হয়ে দাঁড়ায়।

ঘটনার বিষয়ে মেটা এখনো কোনো মন্তব্য করেনি। কেন্ডাল জেনারের প্রতিনিধি, যিনি মেটার সঙ্গে আর্থিক চুক্তিতে রয়েছেন, তিনিও প্রতিক্রিয়া জানাতে অস্বীকৃতি জানিয়েছেন।

সাইবার বিশেষজ্ঞরা এ ঘটনাকে ভয়াবহ প্রতারণার উদাহরণ হিসেবে দেখছেন। ওয়াংবানডুর মেয়ে জুলি ওয়াংবানডু রয়টার্সকে বলেন, কোম্পানিগুলো মানুষের মনোযোগ কাড়তে নানা কৌশল ব্যবহার করছে। কিন্তু একটি যন্ত্রমানবীকে দিয়ে বাস্তবে প্রেমের সম্পর্ক তৈরি করানো ভয়ঙ্কর প্রতারণা ছাড়া আর কিছু নয়। সূত্র: নিউ ইয়র্ক পোস্ট