বেগম রোকেয়াকে ‘মুরতাদ কাফির’ আখ্যা, নিন্দা বিএনপির

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ২:৪৯ অপরাহ্ন, ১১ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৫৩ অপরাহ্ন, ১২ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বেগম রোকেয়া দিবস উপলক্ষে নিজের ফেসবুক অ্যাকাউন্টে লেখিকা ও নারী জাগরণের অগ্রদূত বেগম রোকেয়া সাখাওয়াত হোসেনকে ‘মুরতাদ কাফির’ আখ্যা দিয়ে পোস্ট করায় সমালোচনার ঝড় উঠেছে সামাজিক মাধ্যমে। রাজশাহী বিশ্ববিদ্যালয়ের পদার্থবিজ্ঞান বিভাগের শিক্ষক খন্দকার মুহাম্মদ মাহমুদুল হাসান বেগম রোকেয়ার রচনাবলী থেকে কিছু খণ্ডিত উদ্ধৃতি তুলে ধরে এ মন্তব্য করেন।

পোস্টটি দ্রুতই ভাইরাল হয় এবং ব্যাপক ক্ষোভের সৃষ্টি করে। এ ঘটনায় তীব্র নিন্দা জানিয়েছে বিএনপি। বৃহস্পতিবার রাজধানীর কৃষিবিদ ইনস্টিটিউট মিলনায়তনে দলের এক অনুষ্ঠানে জ্যেষ্ঠ যুগ্ম মহাসচিব রুহুল কবির রিজভী বলেন, *বেগম রোকেয়াকে কাফির-মুরতাদ বলায় তীব্র নিন্দা জানাই। দেশে কোনো অন্ধকার কালো শক্তির উত্থান ঘটছে কি–না সে সংশয় তৈরি হয়েছে।*

আরও পড়ুন: ওসমান হাদীকে দিনে মাথায় গুলি রাতে বাড়িতে চুরি

তিনি আরও বলেন, গত বছরের ৫ আগস্ট “ফ্যাসিবাদ থেকে মুক্তির পর” নতুন ধরনের অপশক্তির উত্থান হচ্ছে কি না তা নিয়েও শঙ্কা তৈরি হয়েছে।

একই অনুষ্ঠানে বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর বলেন, *যারা ধর্মকে পুঁজি করে আধিপত্য বিস্তার করতে চায়, সেসব কালো শক্তিকে প্রতিরোধ করতে হবে।*

আরও পড়ুন: জুলাই অভ্যুত্থানকে নস্যাৎ করার সকল প্রচেষ্টার বিরুদ্ধে ঐক্যবদ্ধ রাজনৈতিক দলগুলো

ঘটনাটি নিয়ে বিভিন্ন মহলে আলোচনা ও নিন্দা অব্যাহত রয়েছে।