হাদিকে গুলি করা ব্যক্তিকে ধরিয়ে দিলে ৫০ লাখ টাকা পুরস্কার: স্বরাষ্ট্র উপদেষ্টা

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২০ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৪:০৬ অপরাহ্ন, ১৩ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নির্বাচনের তফসিল ঘোষণা ও ঢাকা-৮ আসনের প্রার্থী শরিফ ওসমান হাদীকে গুলি পরবর্তী পরিস্থিতি নিয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের আইন শৃঙ্খলা সংক্রান্ত কোর কমিটির বৈঠকে একগুচ্ছ সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

শনিবার (১৩ ডিসেম্বর) সকালে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সম্মেলন কক্ষে আইনশৃঙ্খলাও গোয়েন্দা বাহিনীর শীর্ষ কর্মকর্তাদের উপস্থিতিতে এ সিদ্ধান্ত নেয়া হয়।

আরও পড়ুন: সকল আগ্নেয়াস্ত্রের লাইসেন্স প্রদান, হাদির গুলি বর্ষণকারী ব্যক্তির সন্ধান দিলে পুরস্কার

ওসমান হাদির গুলিবর্ষণকারী চিহ্নিত ব্যক্তিকে সন্ধান দিলে নগদ ৫০ লক্ষ টাকা পুরস্কার ঘোষণা করা হয়েছে। আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে নিরাপত্তা রক্ষায় প্রার্থীদের আবেদনে আগ্নেয়াস্ত্রের লাইসেন্স দেওয়া হবে।

সম্মুখ সারির জুলাই যোদ্ধাদের নিরাপত্তা শঙ্কায় তাদের নিরাপত্তায় বিশেষ ব্যবস্থা নেয়া হয়েছে। বৈঠক শেষে এক ব্রিফিংয়ে স্বরাষ্ট্র উপদেষ্টা লেফটেন্যান্ট জেনারেল জাহাঙ্গীর আলম চৌধুরী সাংবাদিকদের এ কথা জানান।

আরও পড়ুন: ওসমান হাদির পরিবারের সঙ্গে প্রধান উপদেষ্টার সাক্ষাৎ, সর্বোত্তম চিকিৎসা নিশ্চিতের আশ্বাস

এ সময় স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের দায়িত্বে প্রধান উপদেষ্টার বিশেষ সরকারি খোদা বকশ চৌধুরী স্বরাষ্ট্র সচিব নাসিমুল গনি পুলিশের আইজিপি বাহারুল আলম, সেনাবাহিনীর জেনারেল সরোয়ার, বিজিবি মহাপরিচালক আশরাফ সিদ্দিকী প্রমুখ উপস্থিত ছিলেন।