সংবাদ সম্মেলন ডেকেছে ইসলামী আন্দোলন বাংলাদেশ
নির্বাচনি সমঝোতা বিষয়ে নিজেদের অবস্থান স্পষ্ট করতে আগামীকাল শুক্রবার (১৬ জানুয়ারি) বিকেলে সংবাদ সম্মেলন ডেকেছে চরমোনাই পীরের দল, ইসলামী আন্দোলন বাংলাদেশ।
বৃহস্পতিবার রাতে দলটির কেন্দ্রীয় প্রচার ও দাওয়াহ সম্পাদক শেখ ফজলুল করিম মারুফ এক সংবাদ বিজ্ঞপ্তিতে এ তথ্য জানান। সংবাদ সম্মেলন পুরানা পল্টনের কেন্দ্রীয় কার্যালয়ে অনুষ্ঠিত হবে।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
এর আগে বৃহস্পতিবার মগবাজারে জামায়াতের কেন্দ্রীয় কার্যালয়ে ১০ দলের শীর্ষ নেতারা বৈঠক করেন। বৈঠকে ইসলামী আন্দোলনকে ছাড়া আসন সমঝোতার বিষয়ে আলোচনা হয়। বৈঠক শেষে সাংবাদিকদের জানান, রাজধানীর ডিপ্লোমা ইঞ্জিনিয়ার্স ইনস্টিটিউশনে রাত ৮টায় যৌথ সংবাদ সম্মেলনে চূড়ান্ত আসন তালিকা প্রকাশ করা হবে।
জোটের ১১ দলের আসন সমঝোতার বিষয়ে জামায়াতে ইসলামীর নায়েবে আমির ডা. সৈয়দ আব্দুল্লাহ মুহাম্মদ তাহের জানান, “জোটে কিছু মতভিন্নতা রয়েছে। তবে রাত ৮টায় আসনের বিষয়ে আনুষ্ঠানিক ঘোষণা হবে।”
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান
বাংলাদেশ খেলাফতে মজলিসের আমির মাওলানা মামুনুল হক বলেন, “ইসলামী আন্দোলনসহ ১১ দলের সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হবে। সেখানে চূড়ান্ত আসন তালিকা ঘোষণা করা হবে।”
জাতীয় নাগরিক পার্টির (এনসিপি) আহ্বায়ক নাহিদ ইসলাম বলেন, “জোটে একসঙ্গে থাকার আশাবাদ আছে। আসন সমঝোতার জোট হলেও এর রাজনৈতিক গুরুত্ব রয়েছে, তাই কিছুটা দেরি হচ্ছে। তবে জোটে মতভিন্নতা থাকলেও সবাই একে অপরকে সহযোগিতা করবে।”





