নির্বাচনী আচরণবিধি লঙ্ঘন করায় নাহিদ ইসলামকে কারণ দর্শানোর নোটিশ
আসন্ন জাতীয় সংসদ নির্বাচনে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা লঙ্ঘন করায় ঢাকা-১১ আসনের জাতীয় নাগরিক পার্টির প্রার্থী নাহিদ ইসলামকে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে ঢাকার রিটার্নিং অফিসার। রোববার ঢাকার বিভাগীয় কমিশনার ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের রিটার্নিং অফিসার শরফুদ্দিন আহমেদ চৌধুরী এই নোটিশ জারি করেন।
ঢাকা-১১ আসনের প্রার্থী নাহিদ ইসলামের কাছে পাঠানো নোটিশে রিটার্নিং অফিসার বলেন, উপর্যুক্ত বিষয়ে জানানো যাচ্ছে যে, জনাব মোঃ নাহিদ ইসলাম, জাতীয় নাগরিক পার্টি-এনসিপি কর্তৃক মনোনীত ১৮৪ ঢাকা-১১ আসনের বৈধ প্রার্থী, নির্বাচনের প্রস্তুতি হিসেবে ১৮৪ ঢাকা-১১ আসনের একাধিক গুরুত্বপূর্ণ স্থানে নিজের বিশালাকৃতির রঙিন ছবি সংবলিত বিলবোর্ড স্থাপন করেছেন। বিলবোর্ডে ঢাকা-১১ উল্লেখসহ "দেশ সংস্কারের গণভোট হ্যাঁ এর পক্ষে থাকুন" স্লোগান লেখা রয়েছে, যা জাতীয় সংসদ নির্বাচন আচরণ বিধিমালার পরিপন্থী।
আরও পড়ুন: নারীদের এনজিও ঋণের দায়িত্ব নেবে সরকার: মির্জা ফখরুল
সংসদ নির্বাচন উপলক্ষে রাজনৈতিক দল ও প্রার্থীর আচরণ বিধিমালা, ২০২৫ এর বিধি ১৮ অনুযায়ী, "কোনো নিবন্ধিত রাজনৈতিক দল, তৎকর্তৃক মনোনীত প্রার্থী বা স্বতন্ত্র প্রার্থী কিংবা তাদের পক্ষে অন্য কোন ব্যক্তি ভোটগ্রহণের জন্য নির্ধারিত দিনের ৩ (তিন) সপ্তাহ পূর্বে কোনো প্রকার নির্বাচনি প্রচার শুরু করতে পারবেন না।"
এমতাবস্থায়, আগামী ১৯/০১/২০২৬ ইং সকাল ৯:৩০ ঘটিকার মধ্যে সমস্ত বিলবোর্ড অপসারণের জন্য প্রার্থীকে অনুরোধ করা হয়েছে। উপরন্তু, নির্বাচন আচরণ বিধি লঙ্ঘনের দায়ে তার বিরুদ্ধে কেন আইনানুগ ব্যবস্থা গ্রহণ করা হবে না সে বিষয়ে ১৯/০১/২০২৬ তারিখ সকাল ১১:০০ ঘটিকার মধ্যে প্রার্থী নিজে বা তার প্রতিনিধি লিখিত জবাব দাখিলের জন্য রিটার্নিং অফিসারের কার্যালয়ে উপস্থিত থাকার নির্দেশ দেওয়া হয়েছে।
আরও পড়ুন: যারাই বিভ্রান্ত করার চেষ্টা করবে, তাদের ‘গুপ্ত’ বলবেন: তারেক রহমান





