তিন ম্যাচ জিতে এশিয়া কাপে বাংলাদেশ নারী ফুটবল দল

বাংলাদেশ নারী ফুটবল দল তিন ম্যাচের তিনটিতেই জিতে এবারের এশিয়ান কাপ বাছাইপর্বের গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে মূল পর্বে জায়গা করে নিয়েছে।
শনিবার (৫ জুলাই) মিয়ানমারের ইয়াঙ্গুনে অনুষ্ঠিত শেষ গ্রুপ ম্যাচে তুর্কমেনিস্তানকে ৭-০ গোলে বিধ্বস্ত করে অপরাজিত চ্যাম্পিয়ন হিসেবে বাছাইপর্ব শেষ করে পিটার বাটলারের শিষ্যরা।
আরও পড়ুন: স্বপ্ন পূরণের পথে দাবাড়ু মুনতাহা, পাশে দাঁড়ালেন সাবেক ফুটবলার আমিনুল হক
তুর্কমেনিস্তানের বিপক্ষে এ ম্যাচটি বাংলাদেশের জন্য শুধুই আনুষ্ঠানিকতা ছিল। এর আগেই বাহরাইন ও স্বাগতিক মিয়ানমারকে হারিয়ে ছয় পয়েন্ট নিয়ে মূল পর্ব নিশ্চিত করেছিল লাল-সবুজের প্রতিনিধিরা।
তিন ম্যাচে বাংলাদেশ মোট ১৬ গোল করেছে। এর বিপরীতে একটি মাত্র গোল হজম করতে হয়েছে, সেটিও মিয়ানমারের বিপক্ষে। সি-গ্রুপে তিন খেলায় পূর্ণ ৯ পয়েন্ট নিয়ে শীর্ষে থেকে এশিয়ান কাপের চূড়ান্ত পর্বে পা রাখে বাংলাদেশ।
আরও পড়ুন: আইএল টি-টোয়েন্টিতে প্রথমবার দল পেলেন মোস্তাফিজ
আজকের ম্যাচে বাংলাদেশ ম্যাচের শুরু থেকেই আধিপত্য বিস্তার করে। তৃতীয় মিনিটে স্বপ্না রানীর গোলে এগিয়ে যায় দল। এরপর গোলের বন্যা বইয়ে দেন শামসুন্নাহার (৬ ও ১৩ মিনিটে), মনিকা (১৬), ঋতুপর্ণা (১৭ ও ৪২) এবং তহুরা খাতুন (২০)।
প্রথমার্ধেই স্কোরলাইন দাঁড়ায় ৭-০। দ্বিতীয়ার্ধে বাংলাদেশ কিছু সুযোগ পেলেও আর গোল করতে পারেনি।
বাংলাদেশ প্রথম ম্যাচে বাহরাইনকে ৭-০ গোলে এবং দ্বিতীয় ম্যাচে শক্তিশালী মিয়ানমারকে ২-১ গোলে হারায়। আজ তৃতীয় ম্যাচেও তুর্কমেনিস্তানের বিপক্ষে জয় তুলে নিয়ে শতভাগ জয় নিশ্চিত করে।
গত দুই আসরের বাছাইপর্বে বাংলাদেশের কোনো জয় ছিল না। এবার সেই ইতিহাস বদলে দারুণ ফুটবল উপহার দিল সাফ চ্যাম্পিয়ন মেয়েরা।
বিশেষ করে নিয়মিত এশিয়া কাপ খেলা স্বাগতিক মিয়ানমারকে হারানো বাংলাদেশের ফুটবলে অগ্রগতির জ্বলন্ত উদাহরণ।
বাংলাদেশ দল আগামীকাল (৬ জুলাই) বিকেলে মিয়ানমার থেকে দেশে ফিরবে। রাতেই ঢাকায় পৌঁছানোর কথা রয়েছে দলের। বাফুফে জানিয়েছে, মধ্যরাতে দল ফিরলে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে নারী ফুটবলারদের ফুলেল শুভেচ্ছা ও সংবর্ধনা জানানো হবে।