দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৫:২৩ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৫:২৩ অপরাহ্ন, ০৫ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিরিজের দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচে দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তান অনূর্ধ্ব-১৯ দলের বিপক্ষে তিন উইকেটের জয় অর্জন করেছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল। শুক্রবার (০৫ ডিসেম্বর) ম্যাচে পাকিস্তান ৮০ রানে অলআউট হয়। জবাবে বাংলাদেশ এক ওভার হাতে রেখেই সহজে লক্ষ্যে পৌঁছে যায়।

টস জিতে আগে ব্যাট করতে নেমে পাকিস্তানের শুরু ভালো হয়নি। দলীয় মাত্র ৭ রানে ওপেনার অতশী মজুমদার প্যাভিলিয়নে ফিরেন। দ্বিতীয় উইকেটের ৩১ রানের জুটি ভাঙেন জারিন তাসনিম লাবণ্য। এরপর ২৮ রানের আরেকটি জুটি গড়ে পাকিস্তান, যা ভাঙেন হাবিবা ইসলাম পিংকি।

আরও পড়ুন: আজ বিশ্বকাপ ২০২৬ এর ড্র: ৪৮ দলের ভাগ্য নির্ধারণের অপেক্ষা

পাকিস্তানের পক্ষে সর্বোচ্চ ২৮ রান করেন কোমাল খান। এছাড়া জুফিশান আয়াজ ও রাভাইল ফারহান যথাক্রমে ১৭ ও ১৫ রান করেন। বাংলাদেশি বোলার হাবিবা ইসলাম একাই চারটি উইকেট নেন।

লক্ষ্য তাড়ায় নেমে বাংলাদেশ শুরুতে প্রথম উইকেট হারায় মাত্র চার রানে। পরে ২৭ রানের জুটি গড়ে দলকে সামলে রাখে। এক পর্যায়ে ৩৬ রানে চার উইকেট পড়লে দল চাপে পড়ে। তবে সুবর্ণা ৩৮ বলে ৩২ রানের গুরুত্বপূর্ণ ইনিংস খেলেন। শেষ দিকে সাদিয়া আক্তার টানা দুটি চার হাঁকিয়ে বাংলাদেশকে জয় নিশ্চিত করেন।

আরও পড়ুন: ২০২৬ বিশ্বকাপের গ্রুপ ড্র শুক্রবার, দেখবেন যেভাবে

এই জয়ে সিরিজে বাংলাদেশের এবং পাকিস্তানের জয় সমতা ১-১ হলো।