২০২৬ বিশ্বকাপের গ্রুপ ড্র শুক্রবার, দেখবেন যেভাবে

Sadek Ali
ক্রীড়া ডেস্ক
প্রকাশিত: ১:৪৭ অপরাহ্ন, ০৪ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ১০:৩৫ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

২০২৬ ফুটবল বিশ্বকাপের গ্রুপ ড্র অনুষ্ঠিত হতে যাচ্ছে আগামীকাল শুক্রবার। এবারের আসরকে বলা হচ্ছে ইতিহাসের সবচেয়ে বড় বিশ্বকাপ, কারণ প্রথমবারের মতো ৩২ দলের পরিবর্তে অংশ নিচ্ছে ৪৮টি দেশ। এর মধ্যে বেশির ভাগ দল সরাসরি জায়গা নিশ্চিত করলেও এখনো বাকি রয়েছে ছয়টি প্লে-অফ স্পট।

মার্কিন যুক্তরাষ্ট্র, মেক্সিকো ও কানাডা যৌথভাবে আয়োজক হওয়ায় কোনো বাছাইপর্ব ছাড়াই প্রধান পর্বে খেলছে। আগামী ১১ জুন মাঠে গড়াবে টুর্নামেন্টের উদ্বোধনী ম্যাচ, আর ১৯ জুলাই অনুষ্ঠিত হবে ফাইনাল।

আরও পড়ুন: দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

বিশ্বকাপের ড্র হবে যুক্তরাষ্ট্রের ওয়াশিংটন ডিসির কেনেডি সেন্টারে ৫ ডিসেম্বর। ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনো নিজে ড্র পরিচালনা করবেন। বাংলাদেশ সময় রাত ১১টা থেকে শুরু হবে অনুষ্ঠানটি। পরদিন শনিবার একই সময়ে প্রকাশিত হবে ম্যাচসূচি।

ফিফা র‍্যাংকিং ও বাছাইপর্বের ফল বিবেচনায় ৪২টি নিশ্চিত দল ও ছয়টি সম্ভাব্য প্লে-অফ বিজয়ীকে চারটি পটে ভাগ করা হয়েছে। প্রতিটি পটে রাখা হয়েছে ১২টি করে দল। নিয়ম অনুযায়ী স্পেন–আর্জেন্টিনা এবং ফ্রান্স–ইংল্যান্ডকে রাখা হয়েছে ড্রয়ের ভিন্ন ভিন্ন অর্ধে, ফলে গ্রুপ পর্বে বা নকআউটের প্রাথমিক ধাপে তাদের মুখোমুখি হওয়ার সম্ভাবনা নেই। তারা শুধুমাত্র সেমিফাইনালে মুখোমুখি হতে পারে।

আরও পড়ুন: আজ বিশ্বকাপ ২০২৬ এর ড্র: ৪৮ দলের ভাগ্য নির্ধারণের অপেক্ষা

পট তালিকা

পট–১: কানাডা, মেক্সিকো, যুক্তরাষ্ট্র, স্পেন, আর্জেন্টিনা, ফ্রান্স, ইংল্যান্ড, ব্রাজিল, পর্তুগাল, নেদারল্যান্ডস, বেলজিয়াম, জার্মানি।

পট–২: ক্রোয়েশিয়া, মরক্কো, কলম্বিয়া, উরুগুয়ে, সুইজারল্যান্ড, জাপান, সেনেগাল, ইরান, দক্ষিণ কোরিয়া, ইকুয়েডর, অস্ট্রিয়া, অস্ট্রেলিয়া।

পট–৩: নরওয়ে, পানামা, মিশর, আলজেরিয়া, স্কটল্যান্ড, প্যারাগুয়ে, তিউনিসিয়া, আইভরি কোস্ট, উজবেকিস্তান, কাতার, সৌদি আরব, দক্ষিণ আফ্রিকা।

পট–৪:জর্ডান, কেপ ভার্দে, ঘানা, কুরাসাও, হাইতি, নিউজিল্যান্ড, চারটি ইউরোপীয় প্লে-অফ দল, দুটি আন্তঃমহাদেশীয় প্লে-অফ দল।

প্লে-অফ সূচি

ইউরোপের চারটি প্লে-অফ গ্রুপের বিজয়ীরা যোগ দেবে বিশ্বকাপের মূল লড়াইয়ে।

অন্যদিকে আন্তঃমহাদেশীয় প্লে-অফে নিউ ক্যালেডোনিয়া–জামাইকা এবং বলিভিয়া–সুরিনাম বিজয়ী খেলবে ইরাকের বিপক্ষে।

লাইভ দেখার উপায়

ড্র অনুষ্ঠান সরাসরি দেখা যাবে ফিফার ওয়েবসাইট ও ইউটিউব চ্যানেলে। পাশাপাশি ট্রান্সফারমার্কটসহ বিভিন্ন ক্রীড়া প্ল্যাটফর্মেও পাওয়া যাবে নিয়মিত আপডেট।