মিরপুরে পাকিস্তানকে গুঁড়িয়ে দিল টাইগাররা, ১১০ রানে অলআউট

Sanchoy Biswas
স্পোর্টস ডেস্ক
প্রকাশিত: ৮:০২ অপরাহ্ন, ২০ জুলাই ২০২৫ | আপডেট: ১১:২৬ পূর্বাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মিরপুরের চেনা কন্ডিশনে ফিরেই দুর্দান্ত সূচনা করলো বাংলাদেশ। পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজের প্রথম ম্যাচে বোলারদের আগুনঝরা পারফরম্যান্সে মাত্র ১১০ রানে গুটিয়ে গেল সফরকারীরা।

টস জিতে ব্যাটিংয়ে নামা পাকিস্তান ব্যাটাররা শুরু থেকেই চাপে পড়ে যান। বাংলাদেশি পেসার তাসকিন আহমেদ এবং মুস্তাফিজুর রহমানের দারুণ বোলিংয়ে বারবার বিপর্যস্ত হয়েছে পাকিস্তানের টপ ও মিডল অর্ডার।

আরও পড়ুন: ফিফা বিশ্বকাপ ২০২৬ ড্র শেষ, কে কোন গ্রুপে খেলবে?

মাত্র ১৯.৩ ওভারে সবকটি উইকেট হারিয়ে পাকিস্তান সংগ্রহ করে ১১০ রান। দলের হয়ে একমাত্র উল্লেখযোগ্য ইনিংস খেলেন ফখর জামান, যিনি করেন ৪৪ রান।

বাংলাদেশের হয়ে তাসকিন আহমেদ নেন ৩টি উইকেট মাত্র ২২ রান দিয়ে। এছাড়া মুস্তাফিজ, শরিফুল এবং মেহেদী হাসানও দারুণ বোলিং করেন, যার ফলে সফরকারীদের ব্যাটিং লাইনআপ দাঁড়াতেই পারেনি।

আরও পড়ুন: দুর্দান্ত বোলিংয়ে পাকিস্তানকে হারাল বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ দল

স্মরণ করিয়ে দেওয়া যায়, সর্বশেষ পাকিস্তান সফরে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে হোয়াইটওয়াশ হয়েছিল বাংলাদেশ। এবার ঘরের মাঠে সেই হারের প্রতিশোধ নিতেই যেন মরিয়া টাইগাররা।

পরে ব্যাট করতে নামবে বাংলাদেশ, লক্ষ্য মাত্র ১১১ রান।