শুরু হয়েছে ঈদের ফিরতি ট্রেনযাত্রার আগাম টিকিট বিক্রি

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৮:২৫ পূর্বাহ্ন, ৩১ মে ২০২৫ | আপডেট: ৭:৪৬ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

পবিত্র ঈদুল আজহার পর ঘরমুখো মানুষের যাত্রা নির্বিঘ্ন করতে বাংলাদেশ রেলওয়ে শুরু করেছে ট্রেনের আগাম টিকিট বিক্রি। আজ শনিবার (৩১ মে) সকাল ৮টা থেকে পশ্চিমাঞ্চলগামী আন্তঃনগর ট্রেনের এবং দুপুর ২টা থেকে পূর্বাঞ্চলগামী ট্রেনের ১০ জুনের টিকিট বিক্রি শুরু হয়েছে।

রেলওয়ে সূত্র জানায়, যাত্রীদের দুর্ভোগ কমাতে এবারও শতভাগ টিকিট অনলাইনে বিক্রি করা হচ্ছে। টিকিট সংগ্রহ করা যাবে [www.eticket.railway.gov.bd](http://www.eticket.railway.gov.bd) ওয়েবসাইট কিংবা রেলওয়ের মোবাইল অ্যাপের মাধ্যমে।

আরও পড়ুন: যান্ত্রিক ত্রুটিতে বিমান বাংলাদেশের দুটি ফ্লাইট বাতিল

রেলওয়ের কর্মপরিকল্পনা অনুযায়ী, ঈদের পরবর্তী ৭ দিনের (৯ থেকে ১৫ জুন) ট্রেন যাত্রার টিকিটগুলো ধাপে ধাপে বিক্রি করা হবে। বিক্রির সময়সূচি নিচে দেওয়া হলো:

* ৯ জুনের টিকিট – ৩০ মে

আরও পড়ুন: বোমা পাওয়া যায়নি, ঢাকা-কাঠমান্ডু ফ্লাইট চলবে

* ১০ জুনের টিকিট – ৩১ মে

* ১১ জুনের টিকিট – ১ জুন

* ১২ জুনের টিকিট – ২ জুন

* ১৩ জুনের টিকিট – ৩ জুন

* ১৪ জুনের টিকিট – ৪ জুন

* ১৫ জুনের টিকিট – ৫ জুন

রেলওয়ের সিদ্ধান্ত অনুযায়ী, এই বিশেষ ব্যবস্থার আওতায় কেনা টিকিট ফেরত দেওয়া যাবে না। প্রতিজন যাত্রী একসঙ্গে সর্বোচ্চ ৪টি আসনের টিকিট কিনতে পারবেন। একাধিক টিকিট কিনলে সহযাত্রীদের নাম ও পরিচয় টিকিট কেনার সময় দিতে হবে।

রেলওয়ে জানায়, ঈদে যাত্রা নির্বিঘ্ন করতে তারা সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে। যাত্রীরা যেন নিরাপদে গন্তব্যে পৌঁছাতে পারেন এবং সহজে টিকিট সংগ্রহ করতে পারেন, সে লক্ষ্যেই নেওয়া হয়েছে এই উদ্যোগ।