রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় সংলাপে বসবে জাতীয় ঐকমত্য কমিশন

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৩:২১ অপরাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫ | আপডেট: ৯:২১ পূর্বাহ্ন, ০৮ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জুলাই সনদের বাধ্যবাধকতা নিশ্চিত করা এবং বাস্তবায়নের পদ্ধতি নির্ধারণে রাজনৈতিক দলগুলোর সঙ্গে পুনরায় আলোচনায় বসবে জাতীয় ঐকমত্য কমিশন। শুক্রবার (৮ আগস্ট) জাতীয় সংসদের এলডি হলে কমিশনের আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ তথ্য জানান সহসভাপতি অধ্যাপক আলী রীয়াজ।

তিনি বলেন, “ঐকমত্যের ভিত্তিতে রচিত এবং প্রত্যাশিত সনদের বাস্তবায়ন প্রক্রিয়া কেমন হবে, তা রাজনৈতিক দলগুলোর সঙ্গে আলোচনার মাধ্যমে নির্ধারণ করা প্রয়োজন। এই লক্ষ্যে আগামী সপ্তাহে বিশেষজ্ঞদের সঙ্গেও কমিশন মতবিনিময় করবে।”

আরও পড়ুন: ভোটের আগে জোট, পর্দার আড়ালে 'আন্ডারস্ট্যান্ডিং'

আলী রীয়াজ আশা প্রকাশ করেন যে, এই আলোচনার মধ্য দিয়ে স্বল্প সময়ের মধ্যেই একটি যৌক্তিক ও গ্রহণযোগ্য সিদ্ধান্তে পৌঁছানো সম্ভব হবে।

সংবাদ সম্মেলনে তিনি আরও জানান, রাজনৈতিক দলগুলোর সঙ্গে অনুষ্ঠিত প্রথম ও দ্বিতীয় পর্বের আলোচনায় জাতীয় সনদ প্রণয়নের লক্ষ্যে উল্লেখযোগ্য সংখ্যক সুপারিশ ও সংস্কারের ওপর ঐকমত্য সৃষ্টি হয়েছে।

আরও পড়ুন: তফসিল ও ভোটের তারিখ নিয়ে বিভ্রান্তি না ছড়ানোর আহ্বান ইসির

প্রথম পর্বের সংলাপে উত্থাপিত ১৬৫টি প্রস্তাবের মধ্যে ৬২টিতে রাজনৈতিক ঐকমত্য অর্জিত হয়। এর কিছু বাস্তবায়নে সরকার ইতোমধ্যে পদক্ষেপ নিয়েছে—অধ্যাদেশ, নীতিমালা ও নির্বাহী সিদ্ধান্তের মাধ্যমে।

দ্বিতীয় পর্বের সংলাপে ২০টি গুরুত্বপূর্ণ সাংবিধানিক ইস্যুতে আলোচনা হয়, যার মধ্যে ১১টিতে সব দলের সমর্থনে জাতীয় ঐকমত্য প্রতিষ্ঠিত হয় এবং বাকি ৯টি বিষয়ে অধিকাংশ দলের মতামতের ভিত্তিতে সিদ্ধান্ত গৃহীত হয়। তবে এসব ইস্যুতে ভিন্নমত পোষণকারী দলের অবস্থানও রেকর্ডে থাকবে।

প্রথম পর্বে রাজনৈতিক দলগুলোর বিরূপ মনোভাবের কারণে ২৫টি বিষয়ে আলোচনা সম্ভব হয়নি বলেও জানান আলী রীয়াজ।