জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান বাংলাদেশের পরিবর্তে ‘ভেনেজুয়েলা’

মৌলভীবাজারের বড়লেখা উপজেলার এক স্থায়ী বাসিন্দার (আইডি কার্ডে) জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান মৌলভীবাজারের পরিবর্তে দক্ষিণ আমেরিকার দেশ ভেনেজুয়েলা লেখা হয়েছে। সার্ভারে ক্রুটি কারণে এমনটি দেখাচ্ছে বলে দাবি করেছেন উপজেলা নির্বাচন কর্মকর্তা।
বড়লেখা উপজেলার তালিমপুর গ্রামের রোমানা বেগম। তার জাতীয় পরিচয়পত্রে জন্মস্থান হিসেবে ভেনেজুয়েলা উল্লেখ করা হয়েছে।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
চবিতে স্কলারশিপ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থী ও ১০ গবেষককে সংবর্ধনাচবিতে স্কলারশিপ প্রাপ্ত ৫৫ শিক্ষার্থী ও ১০ গবেষককে সংবর্ধনা
রোমানা বেগম বলেন, ‘আমার জন্ম হয়েছে মৌলভীবাজার জেলায়। কিন্তু জন্মস্থান হিসেবে ভেনেজুয়েলা দেশের নাম উল্লেখ করা হয়েছে। এই দেশ কোথায় তাও আমি জানি না। আমার বাচ্চারা আমাকে বলতেছে আম্মা এখন আমেরিকান হয়ে গেছে।’
আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার
বড়লেখা উপজেলা নির্বাচন কর্মকর্তা এসএম সাদিকুর রহমান জানান, নির্বাচন কমিশনের সেন্ট্রাল সার্ভারে ক্রুটি কারণে এটি দেখা যাচ্ছে। এ ব্যাপারে নির্বাচন কমিশনকে অবহিত করা হয়েছে। সেন্ট্রাল সার্ভারে ক্রুটি সারানো কাজ চলছে।