সিলেটে পিক আপ-লেগুনার সংঘর্ষ, নিহত ৪

বাংলাবাজার পত্রিকা ডেস্ক
প্রকাশিত: ৩:৪৪ অপরাহ্ন, ১৮ মার্চ ২০২৪ | আপডেট: ৯:৪৯ পূর্বাহ্ন, ১৮ মার্চ ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

সিলেটের জৈন্তাপুর উপজেলায় পিকআপ-লেগুনার মুখোমুখি সংঘর্ষে নারী ও শিশুসহ চার জন নিহত হয়েছে। গুরুতর আহত হয়েছেন দুইজন।

তামাবিল হাইওয়ে থানার ওসি মো. ইউনুস আলী জানান, সোমবার দুপুর পৌনে ১২টার দিকে সিলেট-তামাবিল মহাসড়কে উপজেলার দরবন্ত বাজারের আগে পল্লীবিদ্যুৎ অফিসের সামনে এ দুর্ঘটনা ঘটে।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

নিহতরা হলেন- উপজেলার চিকনাগুল ইউনিয়নের পশ্চিম ঠাকুরের মাটি গ্রামের মঙ্গলী পাত্র (৫০), সাবিতি পাত্র (৩৫), সুচিতা পাত্র (৩৫) ও ঋতু পাত্র (৮)।

আহতরা হলেন- শ্যামলা পাত্র (৫৫), প্রনতি পাত্র (৩৫)। হতাহতরা একই পরিবারে সদস্য বলে জানায় পুলিশ।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

স্থানীয়দের বরাতে ওসি ইউনুস বলেন, লেগুনায় করে একই পরিবারের কয়েকজন সদস্য পারিবারিক অনুষ্ঠানে যোগ দিতে চিকনাগুল থেকে উপজেলার মোকামপুঞ্জি যাচ্ছিলেন।

“পথে সিলেট-তামাবিল মহাসড়কের ওই এলাকায় লেগুনাটি পৌঁছালে বিপরীত দিকে থেকে আসা একটি পিক আপের সঙ্গে মুখোমুখি সংঘর্ষ হয়।”

ওসি বলেন, এরপর আহত ছয়জনকে উদ্ধার করে সিলেট এম এ জি ওসমানী মেডিকেল হাসপাতালে নিয়ে যাওয়া হয়। সে সময় চিকিৎসক শিশুসহ চারজনকে মৃত ঘোষণা করেন। গুরতর আহত দুইজনকে ওই হাসপাতালে ভর্তি করা হয়েছে।

এ সময় স্থানীয়রা সিলেট-তামাবিল মহাসড়ক অবরোধ করে রাখেন; পরে পুলিশ গিয়ে পরিস্থিতি নিয়ন্ত্রণে এনে যান চলাচল স্বাভাবিক করে বলে জানান তিনি।