মাদারীপুর পৌরসভার ১৩৮ কোটি টাকার প্রাক বাজেট ঘোষণা

Any Akter
মাদারীপুর প্রতিনিধি
প্রকাশিত: ২:৪৪ অপরাহ্ন, ৩০ জুন ২০২৪ | আপডেট: ৬:৫৮ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মাদারীপুর পৌরসভার ২০২৩-২৪ অর্থবছরের সংশোধিত এবং ২০২৪-২৫ অর্থবছরের প্রস্তাবিত প্রাক-বাজেট ঘোষণা করা হয়েছে। এ উপলক্ষে রবিবার (৩০ জুন) সকাল ১১ টায় পৌর ভবনের সম্মেলন কক্ষে এক আলোচনা সভা ও সুধী সমাবেশ অনুষ্ঠিত হয়। এসময় প্রস্তাবিত বাজেটে আয় দেখানো হয়  ১৩৮ কোটি ৫০ লক্ষ ৭ হাজার ৭ শত ৩৭ টাকা ৩৩ পয়সা। বাজেটে ব্যায় দেখানো হয় ১৩৮ কোটি ৭ লক্ষ টাকা।উক্ত বাজেট এ  উদ্ধৃত্ত রয়েছে ৪৩ লক্ষ ৭ হাজার ৭ শত ৩৭ টাকা ৩৩ পয়সা। 

গতবছর ২০২৩-২০২৪ ইং বাজেট ছিলো ১৬ কোটি ৭৫ লক্ষ ৪৩ হাজার  ৩ শত ৪৫ টাকা ৪০ পয়সা। নান্দনিক পৌরসভা গড়ার লক্ষ্যে এবারের বাজেটে বনায়ন, ময়লা আবর্জনার ডাম্পিং জোন নির্ধারণ, শহরের জলাবদ্ধতা নিরশন, সড়ক উন্নয়ন, শিক্ষা, স্বাস্থ্যখাতেও উন্নয়ন ধরা হয়েছে। মাদারীপুর পৌরসভার মেয়র মোঃ খালিদ হোসেন ইয়াদ এ খসড়া বাজেট উপস্থাপন করেন।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

এসময় অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন- মাদারীপুর সচেতন নাগরিক (সনাক) কমিটির সভাপতি খান মোঃ শহীদ, টিআইবি এর প্রতিনিধি মোঃ মাহানউল হক, পৌরসভার প্রশাসনিক কর্মকর্তা খন্দকার ফিরোজ আহম্মেদ ও কাউন্সিলরবৃন্দ প্রমুখ এছাড়া সভায় প্রস্তাবিত বাজেট ও শহর উন্নয়নের উপর বিভিন্ন মত প্রকাশ করেন বিভিন্ন পেশা শ্রেনীর সাধারণ নাগরিক, আইনজীবী, শিক্ষক, সাংবাদিক, রাজনৈতিক নেতৃবৃন্দ, সামাজিক ব্যক্তিত্ব ও সুশীল সমাজের প্রতিনিধিগণ।

সচেতন নাগরিক কমিটি (সনাক) মাদারীপুর এর সহযোগিতায় মাদারীপুর পৌরসভা এর আয়োজন করে।

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার