মুন্সীগঞ্জে প্রধান বিচারপতির দাবীতে বিক্ষোভ সমাবেশ

Any Akter
মুন্সীগঞ্জ সংবাদদাতা
প্রকাশিত: ৩:০৩ অপরাহ্ন, ১০ অগাস্ট ২০২৪ | আপডেট: ৯:১৭ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জে প্রধান বিচারপতির পদত্যাগের দাবীতে বিক্ষোভ মিছিল ও সমাবেশ করেছে জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরাম। এ সময় তারা বিগত আওয়ামী লীগের অবৈধ নিয়োগপ্রাপ্ত আপিল বিভাগের বিচারকদেরও পদত্যাগ দাবী করেন। শনিবার (১০ আগষ্ট) দুপুর ১২ টার দিকে মুন্সীগঞ্জ জেলা আদালত চত্বরে এ বিক্ষোভ সমাবেশ হয়। 

জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সভাপতি অ্যাডভোকেট তোতা মিয়ার সভাপতিত্বে বক্তব্য রাখেন মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহাবুব উল আলম স্বপন, জেলা জাতীয়তাবাদী আইনজীবী ফোরামের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট জাহাঙ্গীর ঢালী। 

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

এ সময় উপস্থিত ছিলেন, জেলা আইনজীবী সমিতির সাবেক সাধারণ সম্পাদক অ্যাডভোকেট মাসুদ আলম, জেলা আইনজীবী ফোরামের সদস্য অ্যাডভোকেট ফারুক আহমেদ, অ্যাডভোকেট সুমন সরদার, অ্যাডভোকেট হাফিজুর রহমান, অ্যাডভোকেট নিলুফার ইয়াসমিন মাকসুদা, অ্যাডভোকেট হান্নান জুয়েল, ব্যারিস্টার হাসান সাঈদ রসি, অ্যাডভোকেট পারভেজ আলম, অ্যাডভোকেট র. আহমেদ রাসেল প্রমূখ।

সংক্ষিপ্ত বক্তব্যে মুন্সীগঞ্জ শহর বিএনপির সদস্য সচিব অ্যাডভোকেট মাহাবুব উল আলম স্বপন বলেন, আমরা বিগত অবৈধ আওয়ামী লীগ সরকারের আমলে প্রধান বিচারপতি ও আপিল বিভাগের বিচারপতিদের পদত্যাগের দাবী করছি।

আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে