ডিবি পুলিশের ওপর হামলা আতঙ্কে পুরুষশূন্য গ্রাম

Sanchoy Biswas
আশরাফ হোসেন রাজা, দেওয়ানগঞ্জ (জামালপুর)
প্রকাশিত: ৬:০০ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫ | আপডেট: ৬:০০ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

জামালপুর জেলা গোয়েন্দা শাখার (ডিবি-২) করা মামলায় গ্রেপ্তার আতঙ্কে পুরুষশূন্য হয়ে পড়েছে দেওয়ানগঞ্জের তিলকপুর মধ্যপাড়া গ্রাম। দিনের বেলা কিছু পুরুষ লোককে ক্ষেতখামারে কাজ করতে দেখা গেলেও রাতে বাড়িতে থাকেন না কেউ। গ্রেপ্তার এড়াতে ওই গ্রামের পুরুষেরা যে যার সুবিধামতো স্থানে অবস্থান করছেন। মামলাটি মীমাংসা হলে তারা বাড়িতে ফিরবেন বলে জানিয়েছেন স্থানীয় মহিলারা।

জানা গেছে, গত ৩০ জুন সন্ধ্যায় তিলকপুর আজাদী সরকারি প্রাথমিক বিদ্যালয়ের পাশে অভিযান চালিয়ে লাল মিয়া ও জুয়েল নামের দুই ব্যক্তিকে মাদকসহ আটক করে ডিবি-২ সদস্যরা। এ সময় ওই এলাকার সংঘবদ্ধ একটি চক্র ডিবি পুলিশের ওপর হামলা করে গ্রেপ্তার মাদক কারবারিদের ছিনিয়ে নেয়। হামলায় আহত হন মো. ফরিদ ও মেহেদী হাসান মোশাররফ নামে দুই ডিবি পুলিশ।

আরও পড়ুন: ঢাকা-সিলেট মহাসড়কের ২০ কিলোমিটারজুড়ে তীব্র যানজট

এ ঘটনায় ১ জুলাই ৩০ জনের নাম উল্লেখ করে এবং ৩০০ থেকে ৪০০ জনকে অজ্ঞাতপরিচয় আসামি করে দেওয়ানগঞ্জ মডেল থানায় মামলা করেন ডিবির এসআই শাহজাহান। ইতিমধ্যে পুলিশ ৫ জনকে গ্রেপ্তার করেছে ডিবি পুলিশ। মামলার পর থেকে তিলকপুর মধ্যপাড়া গ্রামটি পুরুষশূন্য হয়ে পড়েছে। গ্রামটিতে রয়েছে শুধু মহিলা, শিশু ও বয়োবৃদ্ধরা। কিছু পুরুষ দিনের বেলা ক্ষেতখামারে কাজ করেন, তবে রাতের বেলা তারা গ্রেপ্তারের ভয়ে অন্য গ্রামে লুকিয়ে থাকেন। অনেকের বাড়ি তালাবদ্ধ।

গতকাল রোববার সরেজমিনে তিলকপুর মধ্যপাড়া গ্রামে কয়েকজন নারীকে পাওয়া যায়। তারা জানান, মামলায় নামীয় আসামির সঙ্গে অজ্ঞাতপরিচয় আসামিও করা হয়েছে। এ কারণে এ গ্রামের সবাই গ্রেপ্তারের ভয়ে আছেন। তারা গ্রামে অবস্থান করছেন না। শুধু নারী, শিশু ও বৃদ্ধরা বাড়িতে রয়েছেন। প্রথম দিকে তারাও ভয়ে বাড়ি ছেড়ে থাকতেন।

আরও পড়ুন: সরকারি খাল উদ্ধারে আবাসন প্রকল্পে প্রশাসন-পরিবেশ অধিদপ্তরের অভিযান

তিলকপুর বাজারে গিয়ে দোকানদারসহ কয়েকজনকে পাওয়া যায়। তাদের মধ্যে নুর আলম বলেন, এক মাসের বেশি সময় ধরে তিলকপুর মধ্যপাড়া গ্রাম পুরুষশূন্য। এখন যারা প্রকৃতপক্ষে ঘটনার সঙ্গে জড়িত নন, এমন দু-একজন গ্রামে আসতে শুরু করেছেন।

ওই বাজারের দোকানদার বেলাল হোসেনের ভাষ্য, তিলকপুর মধ্যপাড়া গ্রামে পুরুষ না থাকায় বাজারে লোকজনের সমাগম কম। দোকানিদের বেচাকেনা কমে গেছে। কিছু লোকের কারণে সাধারণ মানুষ আতঙ্কে দিনযাপন করছেন। অপরাধীদের সঙ্গে তারাও গ্রেপ্তার আতঙ্কে বাড়ি ছেড়েছেন।

দেওয়ানগঞ্জ মডেল থানার অফিসার ইনচার্জ মো. নাজমুল হাসেন জানান, মাদক কারবারিকে ধরতে গিয়ে ডিবি পুলিশ হামলার শিকার হয়েছেন। এ ঘটনায় মামলা হয়েছে। মামলাটি ডিবি-২ তদন্ত করছেন।