ঢাকা-সিলেট মহাসড়কে ট্রাকের ধাক্কায় আগত সন্তান সহ মায়ের মৃত্যু

AK Azad
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রকাশিত: ৭:৩৬ অপরাহ্ন, ৩০ নভেম্বর ২০২৪ | আপডেট: ৪:৩২ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আজ শনিবার (৩০ নভেম্বর) দুপুর অনুমান ১১.৪৫ ঘটিকায় ঢাকা-সিলেট মহাসড়কের ব্রাহ্মণবাড়িয়া জেলার বিজয়নগর থানাধীন চান্দুরা ইউনিয়নের বাটিকালী সীমা সাকিনস্থ জিলানী পেট্রোল পাম্পের সামনে রাস্তার উপর হবিগঞ্জ-হ-১২-২৪৮৬ মোটর সাইকেল এর চালক মোঃ ফারুক হোসেন (৫০), ঠিকানা- অজ্ঞাত, সঙ্গীয় মোটর সাইকেল আরোহী আট মাসের গর্ভবতী হনুফা বেগম (২৫), স্বামী- মোঃ আয়নাল হক, পিতা- মোঃ সেলিম মিয়া, মাতা- মোছাঃ রাহেলা আক্তার, সাং- রাজনগর, ডাকঘর- চৌমুহনী-৩৩৩১, থানা- মাধবপুর, জেলা- হবিগঞ্জকে নিয়ে চান্দুরা হতে আখাউড়া যাওয়ার পথে উল্লেখিত সময়ে উল্লেখিত স্বানে পৌঁছামাত্র একইগামী নাম্বার বিহীন ট্রাক্টর গাড়ীর অজ্ঞাতনামা চালক বেপরোয়া ও দ্রুত গতিতে ট্রাক্টর গাড়ী চালিয়ে হবিগঞ্জ-হ-১২- ২৪৮৬ মোটর সাইকেল এর পিছনে স্ব-জোরে ধাক্কা দিলে মোটর সাইকেল এর চালক মোঃ ফারুক হোসেন (৫০), ঠিকানা- অজ্ঞাত এবং মোটর সাইকেল এর আরোহী হনুফা বেগম মোটর সাইকেল হতে রাস্তায় ছিটকে পড়ে গিয়ে মোটর সাইকেল এর চালক মোঃ ফারুক হোসেন সামান্য আহত হয় এবং মোটর সাইকেল এর আরোহী হনুফা বেগম গুরুতর আহত হয়ে ঘটনাস্থলে ছেলে বাচ্চা প্রসব করেন।

উপস্থিত লোকজন গুরুতর আহত হনুফা বেগম এবং তাহার নবজাতক ছেলে বাচ্চাকে সরাইল উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স প্রেরণ করিলে কর্তব্যরত ডাক্তার হনুফা বেগম এবং তাহার নবজাতক ছেলে বাচ্চাকে মৃত ঘোষনা করেন। মোটর সাইকেল এবং নাম্বার বিহীন ট্রাক্টর গাড়ী দুইটি থানা হেফাজতে আছে। যান চলাচল স্বাভাবিক। অভিযোগ প্রাপ্তি সাক্ষেপে আইনগত ব্যবস্থা প্রক্রিয়াধীন।