সিলেটে সুলভ মূল্যে গরুর গোশত, দুধ ও ডিম বিক্রিতে ব্যাপক সাড়া

Sanchoy Biswas
সিলেট সংবাদদাতা
প্রকাশিত: ৪:৪০ অপরাহ্ন, ২৭ মার্চ ২০২৫ | আপডেট: ৩:১৪ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
সুলভ মূল্যে গোশত ডিম দুধ কিনতে ক্রেতা সাধারণের ভিড়। ছবিঃ সংগৃহীত
সুলভ মূল্যে গোশত ডিম দুধ কিনতে ক্রেতা সাধারণের ভিড়। ছবিঃ সংগৃহীত

মৎস্য ও প্রাণী সম্পদ মন্ত্রণালয়ের নির্দেশনায় সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে পবিত্র মাহে রমজান ও আসন্ন ঈদ-উল-ফিতর উপলক্ষে নগরীতে গরীব, দুস্থ ও সাধারণ  মানুষের জন্য সুলভ মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস বিক্রয় কার্যক্রম ক্রেতা সাধারণের মাঝে ব্যাপক সাড়া ফেলেছে। 

বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তর জানিয়েছে, ডিম প্রতি পিস ৯ টাকা, এক হালি ৩৬ টাকা, প্রতি কেজি গরুর গোশত ৬৫০ টাকা, ড্রেসিং করা ব্রয়লার মুরগির মাংস কেজি ২৫০ টাকা এবং গরুর খামারের তরল দুধ প্রতি লিটার ৮০ টাকা করে বিক্রি করা হচ্ছে।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

গরুর গোশত সর্বোচ্চ ৪ কেজি, মুরগি একটি করে এবং দুধ ও ডিম যতটুকু দরকার ততটুকু দেয়া হচ্ছে। সাধারণ জনগণ প্রাণীসম্পদ দপ্তরের এ আয়োজনকে সাধুবাদ জানিয়েছেন।

আগামী শনিবার পর্যন্ত প্রতিদিন সকাল ১০ টা থেকে বিকেল ৩ টা পর্যন্ত এই বিক্রয় কার্যক্রম  চলমান থাকবে। ভ্রাম্যমাণ গাড়িযোগে নগরীর বন্দর বাজারসহ গুরুত্বপূর্ণ পয়েন্টে এই কার্যক্রম চলছে। 

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

বুধবার নগরের বন্দর বাজারে সরেজমিনে দেখা গেছে, সকাল থেকে অল্প আয়ের লোকজন জেলা পরিষদের সামনে উপস্থিত হয়ে সারিবদ্ধভাবে দাঁড়িয়ে এসব খাদ্য সামগ্রী ক্রয় করার জন্য লাইনে দাঁড়িয়ে গেছেন। কোন ধরনের বিশৃঙ্খলা ছাড়াই তারা তাদের পছন্দের খাদ্য সামগ্রী ক্রয় করতে দেখা গেছে।

আবদুল্লাহ এসেছেন শেখঘাট থেকে। তিনি দৈনিক বাংলাবাজার পত্রিকার সাথে আলাপকালে জানান, বাজারে গরুর গোশত ৭২০ থেকে ৭৫০ টাকা কেজি দরে বিক্রি করা হয়। প্রাণী সম্পদ অফিসের আন্তরিক উদ্যোগে আমরা অনেক কম মূল্যে গোশত কেনার সুযোগ পেয়েছি। 

গরুর গোশত ক্রয় করতে আসা খাদিজা আক্তার বলেন, উন্নত মানের  সুস্থ সবল গরুর গোশত দামে কম হওয়ায় আমরা এখানে এসেছি। বাজারে দোকানগুলোতে গোশতের দাম অনেক বেশি।

নগরীর কাজিটিলার বাসিন্দা ঝর্ণা বেগম  বলেন, ন্যায্য মূল্য দিয়ে গোশত কিনতে পেরে আমরা অনেক খুশি। বাজারের দোকানে এরকম ন্যায্য মূল্যে সব সময় গোশত বিক্রির ব্যবস্থা নিতে সংশ্লিষ্টদের প্রতি দাবি জানান তিনি।

পণ্য বিক্রয় কার্যক্রমের তদারকিতে নিয়োজিত গোলাপগঞ্জ উপজেলা প্রাণী সম্পদ অফিসার ডা. জুনায়েদ কবির দৈনিক বাংলাবাজার পত্রিকাকে বলেন, মৎস্য ও প্রাণীসম্পদ মন্ত্রণালয় এর নির্দেশনায় সিলেট বিভাগীয় প্রাণী সম্পদ দপ্তরের সরাসরি তত্ত্বাবধানে পবিত্র রমজান উপলক্ষে সুলভ মূল্যে দুধ, ডিম, ব্রয়লার ও গরুর গোশত বিক্রয় করা হচ্ছে। প্রাণীসম্পদ অধিদপ্তরের নির্ধারিত দামে এ কার্যক্রম চলমান থাকবে আগামী শনিবার পর্যন্ত।

এর মাধ্যমে প্রতিদিন প্রায় ৮ শতাধিক গরীব, দুস্থ ও সাধারণ মানুষ সুলভ মূল্যে ডিম, দুধ ও গরুর মাংস ক্রয় করতে পারছেন।