সুনামগঞ্জের ছাতকে আনসার ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ

Sanchoy Biswas
ছাতক (সুনামগঞ্জ) সংবাদদাতা
প্রকাশিত: ১:০১ অপরাহ্ন, ২৮ মার্চ ২০২৫ | আপডেট: ২:১৩ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বাংলাদেশ আনসার ও গ্রাম প্রতিরক্ষা বাহিনীর মহাপরিচালকের পক্ষ থেকে সুনামগঞ্জের ছাতক উপজেলার ভাতাভোগী আনসার ও ভিডিপি সদস্যদের মাঝে ঈদ উপহার বিতরণ করা হয়েছে।

বৃহস্পতিবার আনসার ও ভিডিপির উপজেলা কার্যালয়ে এ উপহার বিতরণ করা হয়। 

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন ছাতক উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. তরিকুল ইসলাম। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলার আনসার ও ভিডিপি কর্মকর্তা জনাব মো. আব্দুল কাদির এবং উপজেলা আনসার ভিডিপির প্রশিক্ষক জনাব মিতুন কুমার দে। এসময় বিভিন্ন ইউনিয়ন থেকে আগত আনসার কমান্ডার, ইউনিয়ন ও ওয়ার্ড পর্যায়ের দলনেতা-দলনেত্রীগণ উপস্থিত ছিলেন।

প্রধান অতিথি উপজেলা নির্বাহী কর্মকর্তা তাঁর বক্তব্যে বলেন, ‘বাংলাদেশ আনসার ও ভিডিপি সদস্যরা দেশের সার্বিক নিরাপত্তা ও উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা পালন করে যাচ্ছেন। ভবিষ্যতেও জনগণের কল্যাণে কাজ করে যাবেন। এই ঈদ উপহার তাঁদের প্রতি আমাদের কৃতজ্ঞতার এক ক্ষুদ্র প্রকাশ।’

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার