সরকারের প্রতি সু-দৃষ্টি কামনা স্বজনদের

যুবদলের সাবেক সদস্য সচিব ইঞ্জি হাসান রহমানকে মিথ্যা মামলায় গ্রেপ্তার

Sanchoy Biswas
বাংলাবাজার রিপোর্ট
প্রকাশিত: ৯:২৮ অপরাহ্ন, ১৩ মে ২০২৫ | আপডেট: ৫:০৯ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর মোহাম্মদপুর থানাধীন ৩২ নং ওয়ার্ডের যুবদলের সাবেক সদস্য সচিব ইঞ্জি হাসান রহমানের বিরুদ্ধে মিথ্যা মামলা ও অনৈতিকভাবে গ্রেপ্তারে সরকারের প্রতি হস্তক্ষেপ ও সু-দৃষ্টি কামনা করেছেন তার আত্মীয় স্বজন। মঙ্গলবার (১৩ মে) সংবাদ সম্মেলনের করে সাংবাদিকদের এতথ্য জানানো হয়।

হাসান রহমানে বোন জামাই মো. মেহেদী আহসান গুড্ডু বলেন, ইঞ্জি. হাসান রহমান একজন সুশিক্ষিত বাংলাদেশের সচেতন নাগরিক। সে দীর্ঘ দিন বাংলাদেশ জাতীয়তাবাদী দল বিএনপির অঙ্গ সংগঠন যুবদলের রাজনীতির সাথে জড়িত। ইঞ্জি. হাসান রহমান ৩২ নং ওয়ার্ড যুবদলের সাবেক সদস্য সচিব এবং জুলাই আন্দোলনের গুলিবিদ্ধ আহত সৈনিক।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

তিনি আরও বলেন, অত্যন্ত দুঃখের সাথে জানাচ্ছি বিগত ৭ ইং মে দিবাগত রাত- আনুমানিক ১২-০০ ঘটিকায় প্রশাসন তাকে তুলে নিয়ে যায়। পরবর্তীতে জানতে পারি গোয়েন্দা তথ্যের ভিত্তিতে প্রশাসন তাকে তুলে নিয়ে যাওয়া হয়েছে। এবং ভোর রাতে হাসান রহমান কে নিয়ে প্রশাসনের সদস্য বৃন্দ আমার বাসায় হানা দেয় বাসায় এসে তল্লাশি চালিয়ে আমার ঘরে রাখা নগত ৬৩হাজার টাকা এবং সংসারে ব্যবহৃত দাঁ ও ব্যবহৃত চাপাটি পায়। পরের দিন মোহাম্মদপুর থানা থেকে জানতে পারি থানাতে তার বিরুদ্ধে ০৩ টি মামলা হয়। এই ০৩ মামলা দিয়ে তাকে জেল হাজতে প্রেরণ করা হয়। কিন্তু অত্যন্ত দুঃখের বিষয় আমার শ্যালক ইঞ্জিনিয়ার হাসান রহমানের উপর যে অভিযোগ আনা হয়েছে সেই সকল অভিযোগের সাথে বিন্দু পরিমাণ জড়িত তিনি না। মহল্লাতে হাসান রহমানকে সকলে চিনে এবং জানে। আমলে নিয়ে তদন্ত করুন । এবং পরিবারের পক্ষ থেকে সরকারের প্রতিও সুদৃষ্টি কামনা করছি যেন সচেতন সুশিক্ষিত ইঞ্জি. হাসান রহমানের ভবিষ্যৎ এর কথা বিবেচনা আনেন এবং নিঃশর্ত মুক্তি দেন।

হাসান রহমানের বড় ভাই মো. শামিম রহমান বলেন, আমার ভাই নির্দোষ। এলাকাতে আমার ভাইয়ের কোনো খারাপ রেকর্ড নাই। আমি বাংলাদেশ সরকারের কাছে সুবিচার দাবি করছি।

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

এছাড়াও হাসানের বাগদত্তা স্ত্রী বলেন, আমার সাথে ইঞ্জি. হাসান রহমানের সাথে ৯ ইং মে শুক্রবার সন্ধ্যা ৭ ঘটিকায় লালমাটিয়ায় লাইসিয়াম কনফারেন্স সেন্টারের বিয়ে হওয়ার কথা ছিল। বিয়ের আগের দিন রাতে হাসান রহমান কে প্রশাসন কর্তৃক তুলে নিয়ে যাওয়ার খবর পাই । পরবর্তীতে জানতে পারি মিথ্যা বানোয়াট তথ্যের ভিত্তিতে তাকে ০৩ টি মামলা দিয়ে জেল হাজতে প্রেরণ কর হয়। আমি একজন নারী আপনারা সবাই অবগত আমাদের সমাজ ব্যবস্থায় এমন ঘটনায় একটা মেয়ের জীবনের কি ঘটে । আমার জীবনটা এভাবে নষ্ট করার কারো কোন অধিকার নাই। নারী হিসেবে আমার ভবিষ্যতের কথা ভেবে সঠিক তদন্ত এর মাধ্যমের সুবিচার দাবী জানাচ্ছি। এবং নিঃশর্তে মুক্তি কামনা করছি।