ঋণের টাকার জন্য চোখ উপড়ে নৃশংস হত্যা, প্রধান আসামী গ্রেপ্তার

কুমিল্লার দেবিদ্বারে ভ্যানচালক মো. ছফিউল্লাহকে (৪৩) নৃশংসভাবে হত্যা করে চোখ উপড়ে নেওয়ার ঘটনায় র্যাব-১১ এর অভিযানে পটুয়াখালীর বাউফল থেকে প্রধান আসামী মো. রাছেল হোসেন (৩৫) কে গ্রেফতার করা হয়েছে।
গত ৬ মে দুপুরে কুমিল্লার ত্রিবিদ্যা গ্রামে এ হত্যাকাণ্ড সংঘটিত হয়। রাছেল পূর্বের ৪৫ হাজার টাকা দেনা পরিশোধ না করে ছফিউল্লাহকে তার ভাড়াকৃত গ্যারেজে ডেকে নিয়ে শাবল দিয়ে আঘাত ও ড্রিল মেশিন দিয়ে চোখ উপড়ে হত্যা করে পালিয়ে যায়। নিহতের স্ত্রী বাদী হয়ে দেবিদ্বার থানায় হত্যা মামলা দায়ের করেন।
আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার
গোয়েন্দা তথ্যের ভিত্তিতে ১৭ মে রাতে র্যাব-১১ এর একটি দল বাউফলের নগরের হাট এলাকায় অভিযান চালিয়ে আসামীকে গ্রেফতার করে। প্রাথমিক জিজ্ঞাসাবাদে রাছেল হত্যাকাণ্ডে জড়িত থাকার কথা স্বীকার করেছে। তাকে দেবিদ্বার থানায় হস্তান্তর করা হয়েছে।
আরও পড়ুন: জৈন্তাপুরে যৌথ টহল, নিরাপত্তা জোরদারে পুলিশ ও সেনাবাহিনী একসাথে মাঠে