কিশোরগঞ্জে শিক্ষকদের নিজস্ব অর্থায়নে শিক্ষার্থীদের মাঝে স্কুল ড্রেস বিতরণ

Sanchoy Biswas
এম.এ. কিবরিয়া, করিমগঞ্জ (কিশোরগঞ্জ)
প্রকাশিত: ৭:১৮ অপরাহ্ন, ২০ মে ২০২৫ | আপডেট: ৬:২৫ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কিশোরগঞ্জ জেলা সদরের লতিবাবাদ সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ৬০ জন শিক্ষার্থীর মাঝে বিনামূল্যে স্কুল ড্রেস বিতরণ করা হয়েছে।

মঙ্গলবার (২০ মে) দুপুরে বিদ্যালয়ের কর্মরত শিক্ষক মন্ডলীদের নিজস্ব অর্থায়নে ড্রেস বিতরণ অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মমতাজ বেগম। বিদ্যালয়ের ম্যানেজিং কমিটির সভাপতি ও উপজেলা প্রাথমিক শিক্ষা অফিসার মো. মুজাহিদুল ইসলাম এর সভাপতিত্বে বিশেষ অতিথি ছিলেন সাংবাদিক ও ডিস্ট্রিক্ট পলিসি ফোরাম’র সিনিয়র মেন্বার এম.এ. আকবর খন্দকার।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

এছাড়াও উপস্থিত ছিলেন শিক্ষার্থীদের অভিভাবক ও স্থানীয় শিক্ষানুরাগীগণ।

এ সময় অতিথিদ্বয়ের কাছ থেকে স্কুল ড্রেস পেয়ে শিক্ষার্থীরা পরিধান করে আনন্দ-উল্লাস প্রকাশ করে।

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

বিদ্যালয়ের ভারপ্রাপ্ত প্রধান শিক্ষক রমিজ উদ্দিন রানা বলেন ‘শিক্ষার গুণগত মানোন্নয়নে লক্ষ্যমাত্রা অর্জন ও পরবর্তীতে  নতুন শিক্ষার্থীদের উপস্থিতির হার বৃদ্ধিতে সহায়ক হবে বলে আমার বিশ্বাস।’