কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি অধ্যক্ষ জালাল আহমেদের ইন্তেকাল

কিশোরগঞ্জ জেলা বিএনপির প্রতিষ্ঠাতা সভাপতি, কিশোরগঞ্জ মহিলা কলেজের সাবেক অধ্যক্ষ, জেলা ক্রীড়া সংস্থার সাবেক সহ-সভাপতি, ঐতিহাসিক পাগলা মসজিদ ও পুরাতন কাচারি জামে মসজিদের সাবেক সাধারণ সম্পাদক জালাল উদ্দীন আহমেদ রোববার বিকালে ঢাকার ল্যাব এইড ক্যান্সার হাসপাতালে শেষ নিঃশ্বাস ত্যাগ করেছেন (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাইহি রাজিউন)।
মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৮২। তিনি দীর্ঘদিন যাবৎ ক্যান্সারসহ বার্ধক্যজনিত নান রোগে চিকিৎসাধীন ছিলেন। জেলা শহরের আলোর মেলা এলাকার স্থায়ী বাসিন্দা জালাল উদ্দীন আহমেদ মৃত্যুকালে স্ত্রী, তিন কন্যা, দুই পুত্র, নাতি-নাতনি ও আত্মীয়-স্বজনসহ অসংখ্য গুণগ্রাহি রেখে গেছেন।
আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল
মরহুম জালাল আহমেদ এর জানাযা সোমবার বাদ যোহর পাগলা মসজিদে অনুষ্ঠিত হবে। পরে পাগলা মসজিদের গোরস্তানে দাফন সম্পন্ন হবে। দয়ালু আল্লাহ মরহুমকে ক্ষমা করে জান্নাতুল ফেরদৌস নসীব করুন। মৃত্যুকালে তিনিস্ত্রী দুইপত্র তিন কন্যা সহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। তার মৃত্যুতে কিশোরগঞ্জের শোকের ছায়া নেমে আসে। দীর্ঘদিন ধরে তিনি বার্ধক্য জনিত ক্যান্সারে আক্রান্ত হয়েছিলেন। ভারতে গিয়ে নিয়মিত চিকিৎসা নিচ্ছিলেন। সম্প্রতি হঠাৎ অসুস্থ হয়ে পড়লে তাকে প্রথমে সরকারি কর্মচারী হসপিটাল পরবর্তীতে ল্যাব এইড ক্যান্সার হসপিটালে ভর্তি করা হয়।