নরসিংদীতে জেল পলাতক আসামি গ্রেফতার

Sanchoy Biswas
আশিকুর রহমান, নরসিংদী
প্রকাশিত: ৬:৩৮ অপরাহ্ন, ২৬ জুন ২০২৫ | আপডেট: ৩:৩৬ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বৈষম্যবিরোধী ছাত্র আন্দোলনের সময় নরসিংদী কারাগার থেকে পালিয়ে যাওয়া এক আসামিকে গ্রেফতার করেছে র‍্যাপিড এ্যাকশন ব্যাটেলিয়ান (র‍্যাব-১১) নরসিংদী। 

বুধবার গভীর রাতে নরসিংদী শহরের আল্লাহু চত্বর এলাকা হতে তাকে গ্রেফতার করা হয় বলে র‌্যাব-১১ সিপিএসসি নরসিংদীর ক্যাম্প কমান্ডার জ্যেষ্ঠ সহকারী পুলিশ সুপার জুয়েল রানা জানান। গ্রেফতারকৃত রাসেল মিয়া (৪২) নরসিংদী পৌর এলাকার কান্দাপাড়া মহল্লার আবুল কাশেম মিয়ার ছেলে।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

সহকারী পুলিশ সুপার জুয়েল রানা বলেন, রাসেল মিয়া নরসিংদী মডেল থানার একাধিক মামলাসহ মাদক মামলার আসামি। গত বছরের ১৯ জুলাই নরসিংদী কারাগারে হামলার সময় তিনি পালিয়ে যান। এরপর থেকে তিনি পলাতক ছিলেন। পরে তাকে স্থানীয় থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।