ময়মনসিংহে ফলজ ও বনজ গাছের চারা বিতরণ

Sanchoy Biswas
এস.এম জাহাঙ্গীর আলম, ময়মনসিংহ ব্যুরো
প্রকাশিত: ৮:৩২ অপরাহ্ন, ০২ জুলাই ২০২৫ | আপডেট: ৫:০৬ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

এই অর্থবছরের কৃষি পুনর্বাসন খাতের আওতায় প্রণোদনা কর্মসূচির অংশ হিসেবে ময়মনসিংহ সদর উপজেলায় মোট ৫ হাজার,৪শ ৭০টি ফলজ ও বনজ গাছের চারা বিনামূল্যে বিতরণ করা হয়েছে। বুধবার (২ জুলাই) সকালে উপজেলা পরিষদ হলরুমে এক আনুষ্ঠানিক ভাবে এই কর্মসূচি বাস্তবায়ন করা হয়।

উপজেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের তত্ত্বাবধানে আয়োজিত এই কর্মসূচিতে ৩১টি শিক্ষা প্রতিষ্ঠান, ১০টি প্রতিষ্ঠানের শিক্ষার্থী এবং ২৪০ জন কৃষক-কৃষাণীর মাঝে বিভিন্ন প্রজাতির নারিকেল, লেবু , তাল, আম, নিম বেল, জাম এবং কাঁঠাল গাছের চারা বিতরণ করা হয়।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন উপজেলা কৃষিকর্মকর্তা জুবায়রা বেগম সাথী। প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন সদর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) মো. আরিফুল ইসলাম (প্রিন্স)। অনুষ্ঠানে আরও উপস্থিত ছিলেন সিনিয়র উপজেলা মৎস্য কর্মকর্তা ফারজানা হোসেন, অতিরিক্ত কৃষি অফিসার তারিক আজিজ এবং কৃষি সম্প্রসারণ অফিসার আজিজা আক্তার। অনুষ্ঠানটি সঞ্চালনা করেন কৃষিসম্প্রসারণ অফিসার মেহেদী হাসান তরফদার।

প্রধান অতিথির বক্তব্যে ইউএনও মো. আরিফুল ইসলাম বলেন, “পরিবেশ সংরক্ষণ, পারিবারিক পুষ্টি ও কৃষির টেকসই উন্নয়নে উৎসাহ প্রদান করতেই এই চারা বিতরণ কর্মসূচি বাস্তবায়ন করা হয়েছে।”

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

সভাপতির বক্তব্যে কৃষি কর্মকর্তা জুবায়রা বেগম সাথী বলেন, “প্রকৃতির আমাকে প্রয়োজন নেই, আমার প্রকৃতিকে প্রয়োজন। বৃক্ষরোপণের মাধ্যমে আমরা শুধু প্রাকৃতিক পরিবেশই রক্ষা করি না, বরং পারিবারিক আর্থিক নিরাপত্তাও নিশ্চিত করি। শিক্ষার্থী ও কৃষক—দুই শ্রেণিকেই আমরা এ বিষয়ে সচেতন করে তুলতে কাজ করছি।”

কৃষি প্রণোদনা ও পুনর্বাসন বাস্তবায়ন কমিটির নীতিমালা অনুযায়ী এই চারা বিতরণ কার্যক্রম পরিচালিত হয়।