কুলাউড়ায় ব্যবসায়ীদের অফিস ও যানজট সমস্যা সমাধানে ডিসির আশ্বাস

Sanchoy Biswas
এম শাকিল রশীদ চৌধুরী, কুলাউড়া প্রতিনিধি
প্রকাশিত: ৪:১৩ অপরাহ্ন, ০৪ জুলাই ২০২৫ | আপডেট: ১১:১৯ পূর্বাহ্ন, ১৫ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মৌলভীবাজারের কুলাউড়া ব্যবসায়ী কল্যাণ সমিতির নবনির্বাচিত কমিটির অভিষেক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়েছে। বৃহস্পতিবার (৩ জুলাই) দুপুরে উপজেলা পরিষদ চত্বরে জেলা পরিষদ অডিটোরিয়ামে এ অনুষ্ঠানের আয়োজন করা হয়।

সমিতির সভাপতি বদরুজ্জামান সজলের সভাপতিত্বে অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন মৌলভীবাজারের জেলা প্রশাসক মো. ইসরাইল হোসেন। বক্তব্যে তিনি বলেন, ব্যবসায়ীরা যে সব যৌক্তিক দাবি জানিয়েছেন- তা বাস্তবায়নের জন্য প্রশাসনের পক্ষ থেকে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে। বিশেষ করে ব্যবসায়ীদের জন্য একটি অফিস স্থাপন, কুলাউড়া শহরের যানজট নিরসন এবং জলাবদ্ধতা সমস্যা সমাধানকে অগ্রাধিকার দেওয়া হবে।

আরও পড়ুন: রাজশাহীতে একই পরিবারের ৪ জনের মরদেহ উদ্ধার

জেলা প্রশাসক আরও বলেন, মজুদদারি ও কালোবাজারি করে দ্রব্যমূল্য বাড়ানোর কোনো সুযোগ দেওয়া হবে না। দ্রব্যমূল্য স্থিতিশীল রাখতে ব্যবসায়ী সমাজ ও প্রশাসনকে একযোগে কাজ করতে হবে।

তিনি সবাইকে বেশি করে গাছ লাগিয়ে মৌলভীবাজারকে ‘গ্রীন মৌলভীবাজার’ হিসেবে গড়ে তোলার আহবান জানান। পাশাপাশি মাদকের বিরুদ্ধে সামাজিক প্রতিরোধ গড়ে তুলে বৈষম্যহীন ও উন্নত বাংলাদেশ গঠনে সকলকে সম্পৃক্ত হওয়ার আহবান জানান। এ সময় তিনি জুলাই গণঅভ্যুত্থানে শহিদদের রুহের মাগফিরাত এবং আহত ও অসুস্থদের সুস্থতা কামনা করেন।

আরও পড়ুন: ৪০ কেজি গাঁজাসহ বরখাস্ত পুলিশ সদস্য গ্রেপ্তার

সমিতির সাধারণ সম্পাদক এম আতিকুর রহমান আখইয়ের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মহিউদ্দিন, উপজেলা শিক্ষা কর্মকর্তা ইফতেখার হোসেন ভূঁইয়া, ব্যবসায়ী কল্যাণ সমিতির নির্বাচন পরিচালনা কমিটির আহবায়ক খন্দকার লুৎফুর রহমান, সদস্য অবসরপ্রাপ্ত অধ্যক্ষ সৌম্য প্রদীপ ভট্টাচার্য সজল, কুলাউড়া প্রেসক্লাব সভাপতি এম শাকিল রশীদ চৌধুরী, প্রভাষক সিপার আহমদ, ব্যবসায়ী ও সাবেক উপজেলা জামায়াতের আমির খন্দকার আব্দুস সোবহান, উপজেলা বিএনপির আহবায়ক মো. রেদোয়ান খান, উপজেলা জামায়াতের আমির সহকারী অধ্যাপক আব্দুল মুন্তাজিম, সাবেক আমির প্রভাষক হামিদ খান এবং কুলাউড়া বাংলাদেশি অ্যাসোসিয়েশন অব ইউএসএ’র সাবেক সাধারণ সম্পাদক জাবেদ আহমদ।

অনুষ্ঠানে নবনির্বাচিত নেতৃবৃন্দের মধ্যে বক্তব্য রাখেন সহসভাপতি হাজী রফিক মিয়া ফাতু ও ডা. কুতুব উদ্দিন, সহসম্পাদক সাইফুর রহমান ও আলমাছ পারভেজ তালুকদার, দপ্তর সম্পাদক মাওলানা এনামুল ইসলাম, প্রচার ও প্রকাশনা সম্পাদক এইচডি রুবেল, কোষাধ্যক্ষ মোহাম্মদ বদরুল ইসলাম, ৪ নম্বর ওয়ার্ড সম্পাদক মো. গৌছ মিয়া, ১ নম্বর ওয়ার্ড সম্পাদক নজরুল ইসলাম এবং ২ নম্বর ওয়ার্ড সম্পাদক শেখ সুমন। এ সময় রাজনৈতিক, প্রশাসনিক, সাংবাদিক এবং বিভিন্ন শ্রেণিপেশার ব্যবসায়ী নেতৃবৃন্দ উপস্থিত ছিলেন।