কাশিয়ানীতে নবাগত ইউএনও’র সঙ্গে সাংবাদিকদের মতবিনিময়

Any Akter
নেওয়াজ আহমেদ পরশ, গোপালগঞ্জ প্রতিনিধি:
প্রকাশিত: ৪:২৫ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ৪:৪৪ অপরাহ্ন, ১৩ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গোপালগঞ্জের কাশিয়ানী উপজেলায় কর্মরত সাংবাদিকদের সাথে পরিচিতি ও মতবিনিময় সভা করেছেন নবাগত উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার দেবনাথ। বুধবার (১৩ আগষ্ট) সকাল ১১টায় উপজেলা পরিষদ সভাকক্ষে এই মতবিনিময় সভা অনুষ্ঠিত হয়।

সভায় উপজেলার নবাগত ইউএনও'র সঙ্গে সাংবাদিকদের "শিক্ষা, স্বাস্থ্য, মৎস্য, অবৈধ স্থাপনা, বাজার মনিটরিং, মাদক, ইভটিজিং এবং উপজেলার রাস্তাঘাটসহ" উপজেলাবাসীর বিভিন্ন দুঃখ-দুর্দশার কথা তুলে ধরে আলোচনা করা হয়।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

মতবিনিময় সভায় দৈনিক ভোরের কাগজ উপজেলা প্রতিনিধি মোঃ শহীদুল আলম মুন্না, ইত্তেফাক প্রতিনিধি আহাদুল হাসান, বাংলাদেশ টুডে প্রতিনিধি মিকাইল হোসেন, নতুনদিন প্রতিনিধি পান্নু শিকদার, যায়যায়দিন প্রতিনিধি নিজামুল আলম মোরাদ, বাংলাবাজার পত্রিকা জেলা প্রতিনিধি মোঃ নেওয়াজ আহমেদ পরশ, সকালের সময় প্রতিনিধি পরশ উজির, করতোয়া প্রতিনিধি লিটন শিকদার, গণমুক্তি প্রতিনিধি বাইতুল হাসান, আনন্দ টিভি প্রতিনিধি ইবাদুল রানা, এশিয়ান টিভি প্রতিনিধি সাদেক হোসেন, ঢাকা টাইমস প্রতিনিধি মোঃ জুয়েল, চ্যানেল এস প্রতিনিধি জসিম মুন্সী, জনকণ্ঠ প্রতিনিধি আশরাফ হোসেন সহ বিভিন্ন প্রিন্ট, ইলেকট্রনিক ও অনলাইনের গনমাধ্যমকর্মীরা উপস্থিত ছিলেন।

এ সময় কাশিয়ানী উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) পলাশ কুমার দেবনাথ বলেন, আমি এই উপজেলায় নতুন যোগদান করেছি। উপজেলার সার্বিক উন্নয়নে সকল সাংবাদিকদের ইতিবাচক সহযোগিতা কামনা করছি।উপজেলার বিভিন্ন সমস্যা তুলে ধরলে তিনি সেগুলোর সমাধানের চেষ্টা করবেন বলে আস্বস্ত করেন।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার