কাশিয়ানীতে পোড়ানো হলো অবৈধ চায়না জাল
দেশীয় মৎস্য সম্পদ রক্ষার্থে গোপালগঞ্জের কাশিয়ানীতে ২ লক্ষাধিক টাকার অবৈধ চায়নাদুয়ারী জাল জব্দ করে পুড়িয়ে ধ্বংস করা হয়েছে। উপজেলার সাধুহাটি ও বেথুরী জলাশয়ে অভিযান চালিয়ে মোট ৬০টি জাল জব্দ করা হয়।
বৃহস্পতিবার (৩ জুলাই) সকাল থেকে বিকেল পর্যন্ত উপজেলার সাধুহাটি ও বেথুরী বিল থেকে ৬০টি জাল জব্দ করে উপজেলা প্রশাসন ও মৎস্য বিভাগ। পরে এসব অবৈধ জাল উপজেলা পরিষদ চত্বরে এনে পুড়িয়ে ধ্বংস করা হয়।
আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি
অভিযান পরিচালনা করেন কাশিয়ানী উপজেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান। এসময় ইনচার্জ রামদিয়া তদন্ত কেন্দ্র, গ্রাম পুলিশ, আনসার ও পুলিশ সদস্যরা, উপজেলা মৎস্য অধিদপ্তরের কর্মচারীবৃন্দ উপস্থিত ছিলেন।
এ ব্যাপারে উপজেলা মৎস্য কর্মকর্তা আনিসুর রহমান প্রধান বলেন, আমরা ৬০টি অবৈধ চায়না দুয়ারী জাল উদ্ধার করেছি। যার আনুমানিক মূল্য দুই লক্ষাধিক টাকা। ১৯৫০ সালের মৎস্য সংরক্ষণ আইন অনুসরণ করে দেশীয় মাছ রক্ষার্থে অবৈধ জাল জব্দ করে পুড়িয়ে দেয়া হয়। দেশীয় মাছ রক্ষায় আমাদের অবৈধ জালের বিরুদ্ধে এই অভিযান অব্যাহত থাকবে।
আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার





