সিংড়ায় অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় মিলেছে

Sanchoy Biswas
মো. মোতালেব হোসেন, সিংড়া (নাটোর)
প্রকাশিত: ১১:১৪ অপরাহ্ন, ৩১ জুলাই ২০২৫ | আপডেট: ৩:১২ পূর্বাহ্ন, ১৬ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নাটোরের সিংড়ায় ইটালী ইউনিয়নের পাকা রাস্তা থেকে উদ্ধার হওয়া অজ্ঞাত যুবকের মরদেহের পরিচয় পাওয়া গেছে।

বৃহস্পতিবার সন্ধ্যায় সিংড়া থানা পুলিশ ইটালী ইউনিয়নের পাকা রাস্তার পূর্ব পাশ থেকে লাশটি উদ্ধার করে।

আরও পড়ুন: খালেদা জিয়ার ৮০তম জন্মবার্ষিকী উপলক্ষ্যে নেত্রকোণায় যুবদলের মিলাদ মাহফিল

যুবকটির নাম জিহাদ, পিতা শফিকুল, এবং তার বাড়ি সিংড়ার উপজেলায় থলকুড়ি (গদনকুড়ি) গ্রামে।

পরিবার সূত্রে জানা গেছে, জিহাদ পেশায় একজন ব্যাটারিচালিত অটোরিকশার চালক ছিলেন।

আরও পড়ুন: জৈন্তাপুরে জাফলং থেকে লুট হওয়া ৭ হাজার ঘনফুট পাথর উদ্ধার

জিহাদ গতকাল বিকেলে তার অটোরিকশা নিয়ে ভাড়ার উদ্দেশ্যে বাড়ি থেকে বের হন, কিন্তু আর ফিরে আসেননি।

সিংড়া থানার ওসি রফিকুল ইসলাম বিষয়টি নিশ্চিত করেছেন এবং জানান যে লাশটি ময়নাতদন্তের জন্য নাটোর মর্গে পাঠানো হয়েছে। ঘটনার কারণ এবং এর সাথে কোনো অপরাধমূলক কর্মকাণ্ড জড়িত আছে কিনা, তা খতিয়ে দেখছে পুলিশ।