সুনামগঞ্জের রঙ্গারচরে ছাগলে গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে আহত ৫

Sanchoy Biswas
মো. আব্দুল শহীদ, সুনামগঞ্জ প্রতিনিধি
প্রকাশিত: ৬:৩২ অপরাহ্ন, ০৩ অগাস্ট ২০২৫ | আপডেট: ১:৫২ অপরাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

নৈইগাংয়ে ভেড়া-ছাগলে গাছের চারা খাওয়াকে কেন্দ্র করে সংঘর্ষে উভয় পক্ষের মহিলাসহ ৫ জন আহত ও বসতবাড়ি ভাঙচুরের অভিযোগ উঠেছে।

আজ দুপুর ২টায় সুনামগঞ্জ সদর উপজেলার রঙ্গারচর ইউনিয়নের নৈইগাং সুলেমানপুরস্থ কৃষক রফিকুল ইসলামের বসতবাড়িতে ঘটনাটি ঘটে।

আরও পড়ুন: সাদা পাথর রক্ষায় প্রশাসনের ৫ দফা সিদ্ধান্ত

আহতদের উদ্ধার করে সুনামগঞ্জ জেলা সদর হাসপাতালে ভর্তি করা হয়েছে। গুরুতর আহত খায়রুল ইসলামকে কর্তব্যরত চিকিৎসক উন্নত চিকিৎসার জন্য সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে রেফার করেন। এ ঘটনায় মামলা দায়েরের প্রস্তুতি চলছে। আহতরা হলেন, আব্দুল মতিনের ছেলে কৃষক রফিকুল ইসলাম (৪৫), কবির মিয়া (৩৫), শফিকুল ইসলাম (৩৮), খায়রুল ইসলাম (৩০) ও কবির মিয়ার স্ত্রী শারমিনা বেগম (৩০)। অপর পক্ষের রিয়াজ উদ্দিন (৪০)।

আহত রফিকুল ইসলাম জানান, ঘটনার দিন দুপুরে আমাদের বসতবাড়ির আঙিনায় প্রতিপক্ষ সাবির উদ্দিন তার গৃহপালিত ভেড়া-ছাগল বেঁধে দেওয়ায় আমাদের লাগানো বিভিন্ন প্রজাতির গাছের চারা খেয়ে ফেলে। পরে আমি ছাগলের খুঁটি উপড়ে অন্য স্থানে বেঁধে রাখার সময় সাবির উদ্দিন দৌড়ে আমার কাছে এসে অকথ্য ভাষায় গালিগালাজের এক পর্যায়ে সুলতান মিয়ার ছেলে সাবির উদ্দিন, তার ভাই রিয়াজ উদ্দিন ও হোসেন আলী, সফর উদ্দীনের স্ত্রী মদিনা বেগম, দুলাল মিয়ার স্ত্রী হানিফা বেগম গংরা বসতবাড়িতে এসে ধারালো ছুরি দিয়ে কুপিয়ে আমার কান এবং মাথার একাংশ কেটে ফেলার পর আমার ভাইয়েরা আমাকে উদ্ধার করতে এগিয়ে এলে তাদেরকে রক্তাক্ত জখম করে এবং ঘরবাড়ি ভাঙচুর করেছে। এতে প্রায় বিশ হাজার টাকার ক্ষতি হয়েছে।

আরও পড়ুন: ‎পাবনায় অনির্দিষ্টকালের জন্য ডাকা পরিবহণ ধর্মঘট প্রত্যাহার

প্রতিপক্ষ সাবির উদ্দিনের মোবাইল ফোন বন্ধ থাকায় বক্তব্য নেওয়া সম্ভব হয়নি।

সদর মডেল থানার অফিসার ইনচার্জ মো. আবুল কালাম জানান, এখন পর্যন্ত কোনো অভিযোগ পাইনি। অভিযোগ পেলে অপরাধীদের বিরুদ্ধে আইনগতভাবে ব্যবস্থা নেওয়া হবে।