৪ লেন প্রকল্পে দুর্নীতির অভিযোগ, বাস্তবায়নে দ্রুত পদক্ষেপ দাবি জামায়াতের

Sanchoy Biswas
জাহাঙ্গীর লিটন, লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৯:০৫ অপরাহ্ন, ২০ অগাস্ট ২০২৫ | আপডেট: ২:০০ পূর্বাহ্ন, ২১ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

লক্ষ্মীপুর-চৌমুহনী সড়কে ৪ লেন প্রকল্প বাস্তবায়নে টালবাহানা ও টেন্ডারের নামে দুর্নীতির অভিযোগ এনে ক্ষোভ প্রকাশ করেছেন বাংলাদেশ জামায়াতে ইসলামী’র কেন্দ্রীয় কর্ম পরিষদের সদস্য ড. রেজাউল করিম।

বুধবার (২০ আগস্ট) দুপুরে লক্ষ্মীপুর প্রেসক্লাবে আয়োজিত সংবাদ সম্মেলনে তিনি এসব অভিযোগ করেন।

আরও পড়ুন: ফের খুলে দেওয়া হলো কাপ্তাই বাঁধের ১৬টি জলকপাট

তিনি বলেন, সড়ক ও জনপথ বিভাগ এই প্রকল্প বাস্তবায়নের নামে অজুহাত দিয়ে যাচ্ছে। টেন্ডারের নামে চলছে পাঁয়তারা। দুর্নীতির ফাঁদে আটকে আছে উন্নয়ন। যারা এসব অনিয়মে জড়িত, তাদের বিরুদ্ধে ব্যবস্থা না নিয়ে প্রকল্প বাস্তবায়ন ব্যাহত করা হচ্ছে। দলমত নির্বিশেষে সবাইকে ঐক্যবদ্ধ হয়ে এ সড়ক উন্নয়নের দাবিতে এক হতে হবে। অন্যথায় জনগণকে সঙ্গে নিয়ে কঠোর আন্দোলন গড়ে তোলা হবে।

তিনি জানান, এ সড়কের অবস্থা এতটাই নাজুক যে প্রতিদিন ঘটছে দুর্ঘটনা, মানুষ পড়ছে দুর্ভোগে। অথচ সরকারের নীরবতা জনমনে ক্ষোভ বাড়াচ্ছে। গত তিন বছরে ৪০টি দুর্ঘটনায় প্রাণ হারিয়েছে ৫৯ জন।

আরও পড়ুন: গাইবান্ধায় তিস্তা নদীর উপর মওলানা ভাসানী সেতু উদ্বোধন

সংবাদ সম্মেলনে আরও বক্তব্য দেন জেলা জামায়াতের সেক্রেটারি এ. আর. হাফিজ উল্লাহ, সহকারী সেক্রেটারি নাসির উদ্দিন মাহমুদ, শহর জামায়াতের আমির আবুল ফারাহ নিশানসহ নেতৃবৃন্দ।

এদিকে লক্ষ্মীপুর সড়ক ও জনপথ বিভাগের নবাগত নির্বাহী প্রকৌশলী মো. নজরুল ইসলাম জানান, লক্ষ্মীপুর-চৌমুহনী প্রায় ২০ কিলোমিটার সড়কে ৪ লেন প্রকল্পের কাজ ইঞ্জিনিয়ারিং প্রসেসিংয়ে রয়েছে। দুটি প্যাকেজে মোট ১৩টি শিডিউল জমা পড়েছে। ফাইন্যান্সিয়াল প্রসেস শেষ হলেই দ্রুত কাজ শুরু করা হবে বলে তিনি জানান।