মুন্সীগঞ্জে আ'লীগ নেতার বোনের বাড়িতে ২৩ তাজা ককটেল উদ্ধার, ভাগ্নিজামাই আটক

Sanchoy Biswas
মো. নাজির হোসেন, মুন্সীগঞ্জ
প্রকাশিত: ৬:৫৪ অপরাহ্ন, ০২ নভেম্বর ২০২৫ | আপডেট: ১২:২২ অপরাহ্ন, ০৬ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

মুন্সীগঞ্জ শহরের একটি প্রাথমিক বিদ্যালয় পাশের সাবেক ইউপি চেয়ারম্যান ও আওয়ামী লীগ নেতার বোনের বাড়িতে অভিযান চালিয়ে ২৩টি তাজা ককটেল উদ্ধার করেছে যৌথ বাহিনী। এ সময় আওয়ামী লীগ নেতার ভাগ্নি জামাইকে আটক করা হয় এবং ককটেল তৈরির শতাধিক কৌটা জব্দ করা হয়।

গ্রেপ্তারকৃতের নাম মো. হাসান (৩৫)। তিনি সদর উপজেলা মোল্লাকান্দি ইউনিয়নের চর ডুমুরিয়া গ্রামের মৃত আবুল কাসেম বেপারীর ছেলে। সাম্প্রতিক সময়ে তিনি প্রবাস কাতার থেকে দেশে এসেছেন।

আরও পড়ুন: অমানবিক পুশইনের শিকার অন্তঃসত্ত্বা ভারতীয় নারী সোনালী খাতুনকে বিএসএফের কাছে হস্তান্তর করলো বিজিবি

রোববার (০২ নভেম্বর) বিকেলে মুন্সীগঞ্জ শহরের বৈখর এলাকার অনির্বাণ সরকারি প্রাথমিক বিদ্যালয়ের দক্ষিণ পাশের স্থানীয় নুরুল হক শেখদের বাড়ির উত্তর পাশের রাস্তায় পানি নিষ্কাশনের চৌবাচ্চা থেকে তাজা ককটেল উদ্ধার করা হয়।

এদিকে, নুরুল হকদের পিছনের বাড়িটি মুন্সীগঞ্জ সদরের চরাঞ্চলের মোল্লাকান্দি ইউপির সাবেক চেয়ারম্যান ও সদর উপজেলা আওয়ামী লীগের যুগ্ম-সাধারণ সম্পাদক রিপন পাটোয়ারীর বোন সেলিনা আক্তারের বাড়িতে অভিযান চালিয়ে শতাধিক ককটেল তৈরির কৌটা জব্দ করা হয়।

আরও পড়ুন: জামালপুরের আলোচিত মনিরুল হত্যা মামলার এজাহারভুক্ত আসামি ব্রাহ্মণবাড়িয়া থেকে গ্রেফতার

বৈখর এলাকার বাসিন্দা, সবজি বিক্রেতা মো. নুরুল হক শেখ বলেন, “আজ দুপুরে ২ টার দিকে আমার ছোট ভাইয়ের স্ত্রী আমাদের বিল্ডিংয়ের উত্তর পাশে পানি নিষ্কাশনের চৌবাচ্চা চেক করতে গিয়ে বালতি দেখতে পায়। বাসায় আমাদের জানালে, আমরা তাৎক্ষণিক পুলিশ ও স্থানীয় প্রশাসনকে খবর দিই। পরে সেনাবাহিনী ও পুলিশ চৌবাচ্চা এবং পাশের বাড়িতে অভিযান চালায়। আমাদের মাঝে আতঙ্ক বিরাজ করছে।”

মুন্সীগঞ্জ পৌরসভার ৫ নং ওয়ার্ডের সাবেক কাউন্সিলর মো. বাদশা সিকদার বলেন, “সামনে দেশে নির্বাচন রয়েছে। দেশের অস্থিরতা তৈরি করার জন্য কি এগুলো তৈরি হচ্ছে, নাকি অন্য কোথাও সরবরাহের জন্য, তা অজানা। প্রশাসনসহ সবার কাছে আমরা চাই এগুলো কেন তৈরি বা মজুদ করা হয়েছে তা উদঘাটন করা হোক।”

সদর থানার অফিসার ইনচার্জ (ওসি) এম. সাইফুল আলম জানান, “আজ রোববার দুপুর ২ টার দিকে বৈখর এলাকায় অভিযান চালানো হয়। ড্রেনেজ লাইনের চৌবাচ্চার ভেতর সংরক্ষিত অবস্থায় পৃথক ৩টি বালতি ভর্তি তাজা ককটেল উদ্ধার করা হয়। এছাড়া বসতঘরের ভেতর তল্লাশি করে ককটেল তৈরির শতাধিক কৌটা জব্দ করা হয়। এ সময় আওয়ামী লীগ নেতা রিপন পাটোয়ারীর ভাগ্নি জামাই হাসানকে আটক করা হয়েছে। আইনগত ব্যবস্থা নেওয়ার প্রস্তুতি চলছে।”