আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে কান্দিপাড়ায় গুলাগুলিতে সাতজন আহত
আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে ব্রাহ্মণবাড়িয়া পৌর শহরের কান্দিপাড়া এলাকায় দু’পক্ষের সংঘর্ষ ও গুলিবিনিময়ের ঘটনা ঘটেছে। আজ ২৭ নভেম্বর বৃহস্পতিবার সন্ধ্যায় কান্দিপাড়া টি.এ. রোডের একটি প্রিন্টিং প্রেসের সামনে এ ঘটনা ঘটে। সংঘর্ষে তিনজন গুলিবিদ্ধ এবং আরও চারজন আহত হয়েছেন।
গুলিবিদ্ধরা হলেন—কান্দিপাড়ার নাজমুল আহমেদ টুটুল (৩৬), শিহাব (৩০) ও সাজু মিয়া।
আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩
আহতদের দ্রুত উদ্ধার করে ২৫০ শয্যাবিশিষ্ট জেনারেল হাসপাতাল ব্রাহ্মণবাড়িয়ায় ভর্তি করা হয়। গুলিবিদ্ধ দু’জনের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় তাঁদের ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে স্থানান্তর করা হয়েছে। আহতদের মধ্যে টুটুল (৪৬), শিহাব (২৭) ও সাজু মিয়া নামে দু’জনের পরিচয় পাওয়া গেছে।
ঘটনার পর এলাকায় চরম উত্তেজনা ছড়িয়ে পড়ে। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয় এবং বর্তমানে পুরো এলাকা পুলিশের কঠোর নিয়ন্ত্রণে রয়েছে।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
ব্রাহ্মণবাড়িয়া সদর মডেল থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মুহাম্মদ আজহারুল ইসলাম জানান, প্রাথমিকভাবে জানতে পেরেছি, কান্দিপাড়া এলাকার শাকিল এবং স্বেচ্ছাসেবক দল নেতা দিলীপের মধ্যে চলমান বিরোধের জেরেই এ সংঘর্ষের ঘটনা ঘটে। বিষয়টি তদন্ত করে বিস্তারিত জানানো হবে।





