গাজীপুর সিটি কর্পোরেশন

নাগরিক সেবা বিষয়ে সাংবাদিকদের সঙ্গে মতবিনিময়

Any Akter
গাজীপুর প্রতিনিধি
প্রকাশিত: ৪:০৬ অপরাহ্ন, ০৭ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ৭:৪১ অপরাহ্ন, ০৮ ডিসেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

গাজীপুর সিটি কর্পোরেশনের নাগরিক সেবা সংক্রান্ত বিষয়ে গাজীপুরে কর্মরত বিভিন্ন প্রিন্ট ও ইলেকট্রনিক মিডিয়ার সাংবাদিকদের সঙ্গে মতবিনিময় করেছেন সিটি কর্পোরেশনের প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান।  রোববার দুপুরে সিটি কর্পোরেশনের সভা কক্ষে আয়োজিত মতবিনিময় সভায় প্রধান নির্বাহী কর্মকর্তা মুহাম্মদ সোহেল হাসান বলেন, নাগরিক সেবা বলতে গাজীপুরে খুবই সামান্যই আছে। 

এ সিটিতে নির্বাচিত কোনো মেয়রই তাদের নির্ধারিত সময়কাল পার করতে পারেননি। বিশাল এ সিটির অনেক সমস্যা রয়েছে। কাঙ্খিত উন্নয়ন হয়নি। বিশেষ করে বর্জ্য ব্যবস্থাপনা, ড্রেন, মশকনিধন, রাস্তাঘাটসহ নানা অবকাঠামো নির্মাণ এখনো অনেক বাকি রয়েছে। আমরা চেষ্টা করছি এসব সমস্যা সামাধানে কাজ করার জন্য। তিনি বলেন, গাজীপুর সিটির বর্জ্য ব্যবস্থাপনার জন্য ডাম্পিং স্টেশন নেই। আমরা সরকারি জমি ব্যবহার করে ৬টি ডাম্পিং স্টেশন করবো। 

আরও পড়ুন: গাজীপুর জেলা প্রশাসকের মতবিনিময়: আসন্ন নির্বাচনে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের দায়িত্বশীল হওয়ার আহ্বান

তিনি বলেন, নগরবাসীর দুর্ভোগ লাঘবে শিগগিরই শিববাড়ি থেকে রথখোলা পর্যন্ত একটি ফ্লাইওভার নির্মাণ করা হবে। যা চুড়ান্ত পর্যায়ে রয়েছে। জাইকা এ প্রকল্পটি বাস্তবায়ন করবে। তিনি বলেন, সিটি কর্পোরেশনের নাগারিকদের দ্রুত সেবা প্রদানের জন্য আধুনিক প্রযুক্তিতে যুক্ত করা হবে। যাতে নাগরিকরা তাদের সমস্যা দ্রুত আমাদের নজরে আনতে পারেন এবং আমরা তা সমাধানের চেষ্টা করতে পারি। 

মতবিনিময় সভায় আরো বক্তব্য রাখেন সিটি কর্পোরেশনের সচিব মো. আমিন আল পারভেজ, গাজীপুর প্রেসক্লাবের সাবেক সভাপতি নাসির আহমেদ, মুজিবুর রহমান, সাবেক সাধারণ সম্পাদক ইকবাল আহমদ সরকার, মো. আমিনুল ইসলাম, সাবেক যুগ্ম সম্পাদক হাসমত আলী, সাংবাদিক রেজাউল বারী বাবুল, নজরুল ইসলাম আজহার প্রমুখ। 

আরও পড়ুন: রূপগঞ্জে দুই পক্ষের সংঘর্ষ, গোলাগুলি ও লুটপাট গুলিবিদ্ধ ১, আহত ৫

মতবিনিময় সভায় সাংবাদিকগণ নগরীর বিভিন্ন সমস্যা তুলে ধরে এসবের সমাধানের দাবি জানান। পরে প্রধান নির্বাহী কর্মকর্তা গুরুত্ব বিবেচনায় তা সমাধানের আশ্বাস প্রদান করেন।