তেঁতুলিয়ায় তীব্র শীতে জনজীবন বিপর্যস্ত
পঞ্চগড়ে শীতেরত্তাপ দিনে দিনে তীব্র আকার ধারণ করছে। জেলার তেঁতুলিয়া উপজেলায় টানা চার দিন ধরে দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১০ ডিগ্রি সেলসিয়াসের কাছাকাছি অবস্থান করছে। ডিসেম্বরের শুরুতেই হিমেল হাওয়া ও কনকনে ঠান্ডায় সাধারণ মানুষের স্বাভাবিক জীবনযাত্রা ব্যাহত হচ্ছে।
বিশেষ করে দিনমজুর, ভ্যানচালক, শ্রমজীবী ও খেটে খাওয়া মানুষের কষ্ট চরমে পৌঁছেছে। ভোরের শীত উপেক্ষা করে কাজের উদ্দেশ্যে বের হওয়া তাদের জন্য প্রতিদিনই চ্যালেঞ্জ হয়ে দাঁড়াচ্ছে।
আরও পড়ুন: ক্যান্সারে আক্রান্ত শিশুর পাশে নেই বাবা, একা সংগ্রাম করছেন মা
মঙ্গলবার (৯ ডিসেম্বর) সকাল ৬টায় তেঁতুলিয়ায় তাপমাত্রা নেমে আসে ১০ দশমিক ৭ ডিগ্রি সেলসিয়াসে। বাতাসের আর্দ্রতা ছিল ৯৯ শতাংশ, যা শরীরে শীতের অনুভূতি আরও বাড়িয়ে দেয়। এর আগের দিন সোমবার তাপমাত্রা ছিল ১০ দশমিক ৪ ডিগ্রি, যা চলতি মৌসুমের এখন পর্যন্ত সর্বনিম্ন।
যদিও আজ ঘন কুয়াশা ছিল না, ভোরে হালকা কুয়াশা দেখা গেছে। দুপুরে রোদ উঠলেও শীতে তেমন কোনো প্রশম হয়নি।
আরও পড়ুন: রাজশাহীতে ৩০ ফুট গভীর পাইপে আটকা ২ বছরের শিশু, চলছে উদ্ধারের চেষ্টা
গতকাল সর্বোচ্চ তাপমাত্রা ছিল ২৭ দশমিক ২ ডিগ্রি সেলসিয়াস তার আগের দিন ছিল ২৬ দশমিক ৭ ডিগ্রি।
শীত বাড়ার সঙ্গে সঙ্গে নিম্ন আয়ের মানুষদের দুর্ভোগও বাড়ছে। রাস্তার মোড়ে, চায়ের দোকানের পাশে, ঘরের সামনে খড়কুটো জ্বালিয়ে অনেকে শীত নিবারণের চেষ্টা করছেন।
দিনমজুর সাগর মিয়া বলেন, ভোরে কাজে বের হইলেই হাত-পা জমে আসে। ঠিকমতো কাজও করতে পারি না।
ভ্যানচালক জাকির হোসেন জানান, কুয়াশার ভেতর সকালে রিকশা চালানো খুব কষ্টকর। ভাড়া কম, শীত বেশি—একসঙ্গে দুই কষ্ট।
তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্রনাথ রায় জানান, টানা কয়েক দিন তাপমাত্রা ১০ ডিগ্রির আশপাশে থাকায় শীত আরও তীব্র হতে পারে। ডিসেম্বরের শুরুতেই এমন আবহাওয়া বিরাজ করায় সামনে শৈত্যপ্রবাহ জোরদার হওয়ার সম্ভাবনা রয়েছে।





