টাঙ্গাইলে পুলিশের বিশেষ অভিযানে ২৪ ঘণ্টায় ১২ জন গ্রেফতার

Sanchoy Biswas
শফিকুজ্জামান খান মোস্তফা, টাঙ্গাইল
প্রকাশিত: ৫:৩৫ অপরাহ্ন, ৩০ ডিসেম্বর ২০২৫ | আপডেট: ২:৩১ পূর্বাহ্ন, ০১ ফেব্রুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

টাঙ্গাইল জেলা পুলিশের চলমান বিশেষ অভিযানে গত ২৪ ঘণ্টায় ১২ জনকে গ্রেফতার করা হয়েছে। সোমবার (২৯ ডিসেম্বর) সকাল থেকে মঙ্গলবার (৩০ ডিসেম্বর) সকাল পর্যন্ত জেলার ৭টি থানার বিভিন্ন এলাকায় অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়।

মঙ্গলবার (৩০ ডিসেম্বর) দুপুরে জেলা পুলিশ সুপার মুহাম্মদ শামসুল আলম সরকারের গণমাধ্যমে পাঠানো এক প্রেস বিজ্ঞপ্তিতে গ্রেফতারের বিষয়টি নিশ্চিত করেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

গ্রেফতারকৃতরা হলেন— লিটন মিয়া, মোখলেছুর রহমান মুকুল, নিরঞ্জন রাজবংশী, লাট মিয়া, আবুল কালাম আজাদ পান্নু, তপন চন্দ্র দাস, শাহরিয়ার হাছান সাহাদ, সানোয়ার, শরিফুল ইসলাম রুদ্র, সাজ্জাদ সরকার ওরফে সাগর, জাহাঙ্গীর এবং মিজানুর রহমান ওরফে ফনি।

প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে, বিশেষ অভিযান চালিয়ে তাদের গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত আসামিরা টাঙ্গাইল সদর, মির্জাপুর, সখীপুর, কালিহাতী, মধুপুর, বাসাইল ও ধনবাড়ী থানার বিভিন্ন মামলার এজাহারনামীয় ও সন্দিগ্ধ আসামি। মামলাগুলোতে সংঘবদ্ধ সহিংসতা, হামলা, মারধর, গুরুতর আহত, হত্যাচেষ্টা, ভয়ভীতি, চাঁদাবাজি ও বিস্ফোরক দ্রব্য সংক্রান্ত অপরাধের বিভিন্ন অভিযোগ রয়েছে।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩