কুমিল্লা-৪ আসনে বিএনপি প্রার্থী ঋণ খেলাপি, নির্বাচন করতে পারবেন না

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৬:০৬ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬ | আপডেট: ৬:০৬ অপরাহ্ন, ০৮ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

কুমিল্লা-৪ আসনের বিএনপির প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকায় থাকায় জাতীয় সংসদ নির্বাচনে অংশগ্রহণ করা থেকে তাকে অব্যাহতি দেওয়া হয়েছে না। বৃহস্পতিবার (৮ জানুয়ারি) চেম্বার বিচারপতি মো. রেজাউল হকের আদালত প্রিমিয়ার ব্যাংকের আবেদন মঞ্জুরুল আহসান মুন্সীর স্থগিত হাইকোর্ট আদেশের বিষয়ে শুনানি শেষে এই নির্দেশ দেন।

আদালতে প্রিমিয়ার ব্যাংকের পক্ষে শুনানি করেন ব্যারিস্টার বিভূতি তরফদার। বিচারপতি এ কে এম রবিউল হাসানের হাইকোর্ট বেঞ্চ পূর্বে মঞ্জুরুল আহসান মুন্সীর নাম ঋণ খেলাপির তালিকা থেকে স্থগিত করেছিলেন।

আরও পড়ুন: লক্ষ্মীপুরে জমি নিয়ে বিরোধে প্রতিপক্ষের হামলায় আহত ১৩

এ আদেশের ফলে প্রার্থী মঞ্জুরুল আহসান মুন্সীর ঋণ খেলাপির রেকর্ড কার্যকর হয়ে গেছে এবং তিনি আগামী নির্বাচনে অংশগ্রহণ করতে পারবেন না।

উল্লেখ্য, কুমিল্লা-৪ আসনে এনসিপি নেতা হাসনাত আবদুল্লাহ জামায়াতের নেতৃত্বাধীন ১১ দলীয় জোটের প্রার্থী।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩