আশুলিয়ায় সাংবাদিক পরিচয়ে শ্রমিক নেতাদের মারধর ও লুটপাটের অভিযোগ

Sanchoy Biswas
আশুলিয়া প্রতিনিধি
প্রকাশিত: ৯:৪৮ অপরাহ্ন, ২৫ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১০:০১ অপরাহ্ন, ৩১ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আশুলিয়ায় সাংবাদিক পরিচয় ব্যবহার করে দুই শ্রমিক নেতাকে ডেকে নিয়ে মারধর, অপহরণ ও লুটপাটের চেষ্টার অভিযোগ উঠেছে। এ ঘটনার প্রতিবাদে এবং দোষীদের গ্রেপ্তার ও শাস্তির দাবিতে বিভিন্ন শ্রমিক সংগঠন মানববন্ধন করেছে।

রোববার (২৫ জানুয়ারি) বিকেল সাড়ে ৪টায় আশুলিয়ার বাইপাইল মোড়ে অনুষ্ঠিত মানববন্ধনে শ্রমিক নেতারা বলেন, সাংবাদিকতার নাম ভাঙিয়ে অপরাধ কোনোভাবেই মেনে নেওয়া যায় না। তারা দ্রুত সুষ্ঠু তদন্ত করে প্রকৃত দোষীদের গ্রেপ্তার ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করার জন্য প্রশাসনের প্রতি জোর দাবি জানান।

আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩

বক্তারা বলেন, সাংবাদিকরা সমাজের আয়না এবং সাধারণ মানুষ তাদের ওপর আস্থা রাখে। কিন্তু কেউ যদি সাংবাদিক পরিচয় অপব্যবহার করে অপরাধে জড়ায়, তাহলে সেই বিশ্বাস মারাত্মকভাবে ক্ষতিগ্রস্ত হয়। এমন ঘটনা শুধু ব্যক্তিগত অপরাধ নয়, পুরো পেশার জন্যই লজ্জাজনক।

ভুক্তভোগীরা হলেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের আশুলিয়া থানা কমিটির সভাপতি আক্কাস আলী সাগর (৪২) ও তার বন্ধু মো. আব্দুর রাজ্জাক (৪৩)।

আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ

জানা গেছে, গত ২৪ জানুয়ারি দুপুরে আক্কাস আলী ও আব্দুর রাজ্জাক জামগড়ার একটি ভবনে গেলে আগে থেকেই ওঁৎ পেতে থাকা একদল ব্যক্তি তাদের ডেকে পাশের একটি গলিতে নিয়ে যায়। সেখানে তাদের আটক করে মারধর করা হয় এবং সঙ্গে থাকা নগদ টাকা ও অলংকার লুট করা হয়।

ভুক্তভোগী আক্কাস আলী সাগর বলেন, নিজেকে দৈনিক নয়া দিগন্তের সাংবাদিক পরিচয় দিয়ে সাব্বির ফোন করে আমাকে রূপায়ন মাঠে ডেকে নেন। আমি বন্ধুকে সঙ্গে নিয়ে সেখানে গেলে আগে থেকেই অবস্থান নেওয়া কয়েকজন আমাদের মারধর করে। এ সময় আমার কাছ থেকে নগদ ৩৭ হাজার টাকা এবং আনুমানিক ৭৫ হাজার টাকা মূল্যের ৫ আনা ওজনের একটি স্বর্ণের চেইন ছিনিয়ে নেওয়া হয়। এছাড়া আমার বন্ধু আব্দুর রাজ্জাকের কাছ থেকে ১৭ হাজার ৪০০ টাকা ও প্রায় ১২ হাজার টাকা মূল্যের একটি রুপার চেইন নেওয়া হয়। টাকা ও অলংকার ফেরত চাইলে আমাদের এলোপাতাড়ি মারধর করা হয়। ডাকচিৎকার শুনে আশপাশের লোকজন এগিয়ে এলে অভিযুক্তরা পালিয়ে যায়।

অভিযোগে মো. মঞ্জু, নিজেকে দৈনিক নয়া দিগন্তের আশুলিয়া প্রতিনিধি পরিচয়দানকারী মো. সাব্বির, মো. সাকিলসহ অজ্ঞাতনামা আরও ১৫–১৬ জনকে বিবাদী করা হয়েছে।

মানববন্ধনে উপস্থিত ছিলেন বাংলাদেশ গার্মেন্টস অ্যান্ড শিল্প শ্রমিক ফেডারেশনের কেন্দ্রীয় সভাপতি রফিকুল ইসলাম সুজন, কেন্দ্রীয় কমিটির সিবিএ সম্পাদক এসকে শুভ, সাভার উপজেলা সাধারণ সম্পাদক ইমরান, গার্মেন্টস শ্রমিক ট্রেড ইউনিয়ন কেন্দ্রের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শাজাহান, গাজীপুর কাশিমপুর শাখা কমিটির সাংগঠনিক সম্পাদক ইব্রাহিম, আশুলিয়া থানা কমিটির সাংস্কৃতিক সম্পাদক মো. এরশাদ আলী সরকার, সহ-সাংগঠনিক সম্পাদক রিজাউল করিম, শ্রমিক নেত্রী সাথী আক্তার ও সুমাইয়া ইসলামসহ বিভিন্ন শ্রমিক সংগঠনের নেতাকর্মীরা।

এদিকে, দৈনিক নয়া দিগন্ত পত্রিকার আশুলিয়া প্রতিনিধি মো. তুহিন আহম্মেদ জানান, সাব্বির নামে কেউ সাভার-আশুলিয়া এলাকায় নয়া দিগন্ত পত্রিকায় কর্মরত নেই।