শ্রীপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব ও মেলা
গাজীপুরের শ্রীপুরে শুরু হচ্ছে তিন দিনব্যাপী দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব ও মেলা। প্রতি বছর এ সময় উপজেলার প্রহলাদপুর ইউনিয়নের লোহাগাছিয়া গ্রামের সাধুর বাজারে ফকির খালেক সাঁইজির আখড়া বাড়িতে এ স্মরণোৎসব ও মেলা অনুষ্ঠিত হয়।
এবারের অনুষ্ঠানে অতিথি হয়ে আসবেন—প্রথম দিনে বিশিষ্ট কবি ও ভাবুক ফরহাদ মজহার, দ্বিতীয় দিনে বাংলাদেশ শিল্পকলা একাডেমির মহাপরিচালক শেখ রেজা উদ্দিন আহমেদ (স্টালিন), কুষ্টিয়ার ছেঁউড়িয়ার লালন একাডেমির প্রধান প্রশিক্ষক ওস্তাদ আক্কাস আলী সাঁইজি এবং তৃতীয় দিনে বিএনপির কেন্দ্রীয় কমিটির সহ-স্বাস্থ্য বিষয়ক সম্পাদক ও গাজীপুর-৩ আসনের বিএনপি মনোনীত প্রার্থী ডা. এস এম রফিকুল ইসলাম বাচ্চুসহ বিভিন্ন পর্যায়ের অতিথিবৃন্দ।
আরও পড়ুন: নরসিংদীতে বিপুল পরিমাণ ইয়াবা ও গাঁজা উদ্ধার, আটক ৩
তিন দিনব্যাপী অনুষ্ঠানে লালন সংগীত পরিবেশন করবেন লালন ব্যান্ড, নিগার সুলতানা সুমি, রিংকু, টুটুল ভেঁড়ো, শিমুল হাসান, এলিজা পুতুল, ঐক্যজিৎসহ দেশবরেণ্য শিল্পীবৃন্দ। অনুষ্ঠানে দেশ-বিদেশের হাজার হাজার লালনভক্ত সাধু-গুরুগণ অংশ নেবেন।
আখড়ার প্রতিষ্ঠাতা ফকির খালেক সাঁইজি বলেন, এটি দেশের দ্বিতীয় বৃহত্তম লালন স্মরণোৎসব ও মেলা। এবার চৌদ্দতম বছরে দেশের লালনভক্ত সাধু-গুরুগণ এতে অংশ নেবেন। তিনি সকলকে অনুষ্ঠানে অংশগ্রহণ করে অনুষ্ঠান সফল করার আহ্বান জানান।
আরও পড়ুন: শ্যামপুরে হাসিনা রওশন জাহানের বিরুদ্ধে জমি জালিয়াতির অভিযোগ





