সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুদক

Any Akter
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৫:১৭ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৫ | আপডেট: ৫:১৭ অপরাহ্ন, ২০ নভেম্বর ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

শেয়ারবাজারে কারসাজির মাধ্যমে অর্থ আত্মসাতের ঘটনায় বাংলাদেশ ক্রিকেট দলের সাবেক অধিনায়ক ও মাগুরা-১ আসনের সাবেক সংসদ সদস্য সাকিব আল হাসানকে জিজ্ঞাসাবাদের জন্য তলব করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)।

দুদকের মহাপরিচালক মো. আক্তার হোসেন বৃহস্পতিবার (২০ নভেম্বর) সাংবাদিকদের বলেন, মোহাম্মদ আবুল খায়ের ওরফে হিরু শেয়ারবাজারে অনিয়ম ও কারসাজির মাধ্যমে বিনিয়োগকারীদের প্রলুব্ধ করে ক্ষতি করান। সেখান থেকে অর্জিত অর্থ বিভিন্ন খাতে স্থানান্তর করার জন্য লেয়ারিং করা হয়েছে।

আরও পড়ুন: নির্বাচনে লেথাল ওয়েপন ব্যবহার করবে না বিজিবি

এই ঘটনায় সাকিব আল হাসানসহ কয়েকজনের বিরুদ্ধে মামলা হয়েছে। মামলার তদন্তের অংশ হিসেবে দুদক জিজ্ঞাসাবাদের জন্য নোটিশ জারি করেছে। সাকিব আল হাসানকে আগামী ২৬ নভেম্বর উপস্থিত থাকার জন্য বলা হয়েছে।

দুদক এ ধরনের শেয়ারবাজারে অনিয়ম ও আর্থিক অপরাধ রুখতে কড়া পদক্ষেপ নেওয়ার প্রতিশ্রুতি পুনর্ব্যক্ত করেছে।

আরও পড়ুন: নির্বাচন ও গণভোটে কঠোর নিরাপত্তা: সারাদেশে ৩৭ হাজারের বিজিবি মোতায়েন