হাজী সেলিমের বাসায় যৌথবাহিনীর অভিযান, ৬ বিলাসবহুল গাড়ি উদ্ধার
রাজধানীর আজিমপুরে সাবেক সংসদ সদস্য হাজী মোহাম্মদ সেলিমের একটি বাসভবনে অভিযান চালিয়েছে যৌথবাহিনী। ভবনের গোপন কক্ষ থেকে উদ্ধার করা হয়েছে ছয়টি বিলাসবহুল গাড়ি। এ ঘটনায় ভবনের ম্যানেজারকে আটক করেছে আইনশৃঙ্খলা বাহিনী।
রোববার (২৮ সেপ্টেম্বর) দুপুর ১২টার দিকে দায়রা শরীফ এলাকার গুলশানারা মাসুদা টাওয়ার নামের ভবনটিকে ঘিরে রাখে যৌথবাহিনী।
আরও পড়ুন: চিড়িয়াখানা থেকে বের হওয়া সিংহ খাঁচায় ফিরেছে
লালবাগ থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. মোস্তফা কামাল খান সাংবাদিকদের জানান, “দুপুর থেকে সাবেক সংসদ সদস্য হাজী সেলিমের বাসায় যৌথবাহিনী অভিযান চালাচ্ছে। তবে এ বিষয়ে বিস্তারিত তথ্য আমাদের কাছে নেই।”
অভিযান সংশ্লিষ্ট সূত্র জানায়, ভবনের আন্ডারগ্রাউন্ড পার্কিংয়ের একটি গোপন কক্ষ থেকে ছয়টি বিলাসবহুল গাড়ি উদ্ধার করা হয়। এর মধ্যে একটি গাড়িতে সংসদ সদস্যের লোগো ছিল। তবে গাড়িগুলোর কোনো বৈধ কাগজপত্র বা তথ্য দিতে পারেননি বাড়িটির ম্যানেজার। তাকে আটক করে জিজ্ঞাসাবাদ করা হচ্ছে।
আরও পড়ুন: জাতীয় চিড়িয়াখানায় খাঁচা ছেড়ে বেরিয়ে এলো সিংহ, আতঙ্ক নেই
এ ঘটনায় এলাকাজুড়ে ব্যাপক কৌতূহল সৃষ্টি হয়েছে। অভিযানের বিস্তারিত বিষয়ে যৌথবাহিনী এখনও আনুষ্ঠানিকভাবে কোনো তথ্য জানায়নি।





