ওসমান হাদিকে হত্যাচেষ্টা: সন্দেহভাজন মাসুদের সহযোগী কবির আটক
ইনকিলাব মঞ্চের আহ্বায়ক শরীফ ওসমান বিন হাদিকে হত্যাচেষ্টার ঘটনায় প্রধান সন্দেহভাজন ফয়সল করিম মাসুদের ঘনিষ্ঠ সহযোগী কবিরকে আটক করেছে র্যাপিড অ্যাকশন ব্যাটালিয়ন (র্যাব)।
সোমবার (১৫ ডিসেম্বর) সন্ধ্যার পর নারায়ণগঞ্জের একটি এলাকা থেকে তাকে আটক করা হয়। র্যাব সূত্র জানিয়েছে, আটক কবির এই হত্যাচেষ্টার ঘটনায় সক্রিয়ভাবে জড়িত ছিলেন বলে প্রাথমিকভাবে ধারণা করা হচ্ছে।
আরও পড়ুন: কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ
র্যাবের মিডিয়া উইংয়ের পরিচালক এম জেড এম ইন্তেখাব চৌধুরী বিষয়টি নিশ্চিত করে বলেন, ঘটনার বিষয়ে আরও বিস্তারিত তথ্য পরে জানানো হবে।
এই সর্বশেষ আটকসহ শরীফ ওসমান হাদিকে গুলির ঘটনায় এখন পর্যন্ত মোট সাতজনকে গ্রেফতার করা হয়েছে।
আরও পড়ুন: ঢাকায় বহুতল ভবনে আগুন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে
উল্লেখ্য, গত শুক্রবার দুপুরে রাজধানীর বিজয়নগরের বক্স কালভার্ট এলাকায় প্রকাশ্যে গুলি করে হামলা চালায় দুর্বৃত্তরা। গুরুতর আহত অবস্থায় শরীফ ওসমান হাদিকে প্রথমে ঢাকা মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। পরে অবস্থার অবনতি হলে তাকে এভারকেয়ার হাসপাতালে স্থানান্তর করা হয়।
সর্বশেষ আজ দুপুরে উন্নত চিকিৎসার জন্য এয়ার অ্যাম্বুলেন্সে করে শরীফ ওসমান হাদিকে সিঙ্গাপুরে নেওয়া হয়েছে।





