উত্তরার সাততলা ভবনে ভয়াবহ আগুন, নিহত বেড়ে ৫

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১১:১২ পূর্বাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৩৭ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাজধানীর উত্তরার ১১ নম্বর সেক্টরের ১৮ নম্বর সড়কের একটি সাততলা ভবনে ভয়াবহ অগ্নিকাণ্ডে নিহতের সংখ্যা বেড়ে পাঁচজনে দাঁড়িয়েছে। নিহতদের মধ্যে একই পরিবারের তিনজন রয়েছেন।

উত্তরা পশ্চিম থানা পুলিশ জানায়, নিহত পাঁচজনের মধ্যে এখন পর্যন্ত তিনজনের পরিচয় নিশ্চিত হওয়া গেছে। তারা হলেন ফজলে রাব্বি (৩৭), হারেস (৫২) এবং তার ছেলে রাহাব (১৭)। এ ঘটনায় হারেসের স্ত্রী ও রাহাবের মা নিহত হয়েছেন। এছাড়া আরও একজনের মৃত্যু হলেও তার পরিচয় এখনো জানা যায়নি।

আরও পড়ুন: কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ

উত্তরা পশ্চিম থানার অফিসার ইনচার্জ (ওসি) রফিক আহমেদ বলেন, “এই ঘটনায় এখন পর্যন্ত পাঁচজনের মৃত্যু নিশ্চিত হয়েছে। নিহতদের মধ্যে স্বামী-স্ত্রী ও তাদের সন্তান রয়েছেন। তারা ভবনটির পাঁচতলায় ভাড়া থাকতেন বলে প্রাথমিকভাবে জানা গেছে। নিহতদের পরিচয় নিশ্চিত করতে স্বজনদের সঙ্গে যোগাযোগ করা হচ্ছে। মৃত্যুর সংখ্যা আরও বাড়তে পারে।”

ফায়ার সার্ভিসের মিডিয়া সেলের ভারপ্রাপ্ত কর্মকর্তা তালহা বিন জসিম জানান, সকাল ৭টা ৫০ মিনিটে অগ্নিকাণ্ডের খবর পাওয়া যায়। খবর পাওয়ার চার মিনিটের মধ্যেই উত্তর ফায়ার স্টেশন থেকে দুটি ইউনিট ঘটনাস্থলে রওনা হয় এবং সকাল ৭টা ৫৮ মিনিটে আগুন নেভানোর কাজ শুরু করে।

আরও পড়ুন: ঢাকায় বহুতল ভবনে আগুন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে

তিনি আরও জানান, প্রায় আধাঘণ্টার চেষ্টায় সকাল ৮টা ২৫ মিনিটে আগুন নিয়ন্ত্রণে আনা হয়। পরে সকাল ১০টার দিকে আগুন সম্পূর্ণভাবে নির্বাপণ করা সম্ভব হয়।

অগ্নিকাণ্ডের কারণ ও ক্ষয়ক্ষতির পরিমাণ তদন্ত শেষে জানা যাবে বলে জানিয়েছে ফায়ার সার্ভিস ও পুলিশ।