মির্জা আব্বাসকে বিশ্রাম, নাসীরুদ্দীন পাটওয়ারীকে আরও শিখতে বললেন মেঘনা আলম

Sadek Ali
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ১২:৫৪ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬ | আপডেট: ১২:৫৪ অপরাহ্ন, ১৬ জানুয়ারী ২০২৬
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনে ঢাকা-৮ আসনে প্রার্থী হওয়ার স্পষ্ট ইঙ্গিত দিয়েছেন আলোচিত মডেল ও সাবেক মিস আর্থ বাংলাদেশ মেঘনা আলম। বিষয়টি নিয়ে সামাজিক যোগাযোগমাধ্যমে সরব হয়ে তিনি দুই পরিচিত রাজনৈতিক নেতাকে কেন্দ্র করে মন্তব্য করেছেন, যা নতুন করে আলোচনার জন্ম দিয়েছে।

বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) রাতে নিজের ফেসবুক অ্যাকাউন্টে দেওয়া এক স্ট্যাটাসে ঢাকা-৮ আসনের দীর্ঘদিনের রাজনীতিক মির্জা আব্বাস এবং নবীন রাজনীতিক নাসীরুদ্দীন পাটওয়ারীকে উদ্দেশ করে বার্তা দেন মেঘনা আলম।

আরও পড়ুন: কাপাসিয়ায় মেধা বৃত্তিপ্রাপ্ত শিক্ষার্থীদের মাঝে পুরস্কার ও সনদপত্র বিতরণ

স্ট্যাটাসে তিনি উল্লেখ করেন, মির্জা আব্বাসকে সিনিয়র হিসেবে সম্মান জানিয়ে তিনি বিশ্রাম নেওয়ার পরামর্শ দিচ্ছেন। অন্যদিকে নাসীরুদ্দীন পাটওয়ারীকে জুনিয়র আখ্যা দিয়ে আরও অভিজ্ঞতা অর্জনের আহ্বান জানান। একই সঙ্গে তিনি দাবি করেন, ঢাকা-৮ আসনে এখন সময় এসেছে তার নেতৃত্বের।

রাজনৈতিক অঙ্গনে আলোচিত এই মডেল এর আগেই নির্বাচনী প্রস্তুতির ইঙ্গিত দিয়েছেন। গত ২৮ ডিসেম্বর গণঅধিকার পরিষদের কেন্দ্রীয় কার্যালয় থেকে দলের প্রাথমিক সদস্য ফরম পূরণ করেন তিনি। একই দিনে ঢাকা-৮ আসনের জন্য দলীয় মনোনয়ন ফরমও সংগ্রহ করেন মেঘনা আলম।

আরও পড়ুন: ঢাকায় বহুতল ভবনে আগুন, ফায়ার সার্ভিস আগুন নিয়ন্ত্রণে কাজ করছে

রাজনৈতিক বিশ্লেষকদের মতে, সামাজিক যোগাযোগমাধ্যমে সরাসরি এমন বক্তব্য দিয়ে মেঘনা আলম মূলত ঢাকা-৮ আসনে নিজের অবস্থান জানান দিচ্ছেন এবং নির্বাচনী মাঠে সক্রিয় হওয়ার বার্তা দিচ্ছেন।