বগুড়ার র‌্যাব-১২ এর অভিযানে বুপ্রেনরফিন ইনজেকশনসহ ৩ জন গ্রেফতার

AK Azad
নব চন্দ্র (সূর্য্য), বগুড়া
প্রকাশিত: ৯:০০ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৪ | আপডেট: ৩:০২ অপরাহ্ন, ০৪ নভেম্বর ২০২৪
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

বগুড়ায় র‌্যাব-১২ অভিযানে ১৯শ ৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশনসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়েছে।

উক্ত র‌্যাব-১২ বগুড়ার একটি আভিযানিক টহল দল গোপন সংবাদের ভিত্তিতে সোমবার ৪ নভেম্বর র‌্যাব সদর দপ্তরের ইন্ট উইং এর সহযোগিতায় সদর উপজেলার নিশিন্দারা ইউনিয়নের ঠেংগামারা টিএমএসএস মেডিকেল কলেজের সামনে রংপুর টু ঢাকাগামী হাইওয়ে পাকা রাস্তার উপর অভিযান পরিচালনা করে আসামি দিনাজপুর বিরামপুর উপজেলা দাউদপুর গ্রামের আক্কাস আলীর ছেলে আলমগীর হোসেন সাবু (৩৬), বগুড়া ধুনট উপজেলার মথুরাপুর গ্রামের গজেন সাহার ছেলে সুমন কুমার সাহা (৩৭) ও রংপুর পীরগঞ্জ উপজেলার কাদিরাবাদ গ্রামের মৃত লতিফ মিয়া ছেলে বাশারুল ইসলাম (৪০) অবৈধ মাদক ব্যবসায়ীদের কাছে থাকা বিশেষ কায়দায় প্লাস্টিকের ফাইল কভারে রক্ষিত ১৯শ ৫০ পিস বুপ্রেনরফিন ইনজেকশন মাদক জাতীয় দ্রব্য উদ্ধারসহ ৩ জন মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করা হয়।

এসময় উক্ত আসামিদের কাছ থেকে ২টি মোবাইল, ৩টি সীম, ২টি অফিসিয়াল ব্যাগ, ৪টি প্লাস্টিকের রেকর্ড ফাইল, ১টি কাভার্ড ভ্যান ও নগদ ২ হাজার ৭শ টাকা জব্দ করা হয়।

এবিষয়ে র‍্যাব-১২ বগুড়ার কোম্পানী কমান্ডার (মেজর) এহতেশামুল হক খান বিষয়টি নিশ্চিত করেন এবং জানায় যে, উক্ত আসামীদের বিরুদ্ধে যথাযথ আইনগত বিধি-ব্যবস্থা গ্রহণের জন্য নিকটস্থ থানায় হস্তান্তর করা হয়েছে বলে জানান তিনি।