মোহাম্মদপুরে ছিনতাইকারী আটক, গণপিটুনিতে একজনের মৃত্যু
রাজধানীর মোহাম্মদপুরে ছিনতাইয়ের সময় দুই ছিনতাইকারীকে হাতেনাতে আটক করেছে স্থানীয় জনতা। এ সময় গণপিটুনিতে আহত হলে তাদের উদ্ধার করে শহীদ সোহরাওয়ার্দী মেডিক্যাল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসাধীন অবস্থায় একজনের মৃত্যু হয়েছে। সোমবার (৮ সেপ্টেম্বর) বিকেল সোয়া তিনটার দিকে মোহাম্মদপুর থানার চন্দ্রিমা মডেল টাউনের ১২ নম্বর রোডের ই-ব্লকে এ ঘটনা ঘটে।
নিহত যুবকের নাম ইয়ামিন (২৩)। তিনি ভোলা জেলার লালমোহন থানার চরসকিনা গ্রামের বাসিন্দা ছিলেন। তার সহযোগী ফাহিম (২৩), বর্তমানে হাসপাতালে চিকিৎসাধীন আছেন। দুজনই ঢাকা উদ্যান এলাকায় থাকতেন।
আরও পড়ুন: গোপালগঞ্জে মাদ্রাসাছাত্রীর আত্মহত্যা: ধর্ষণ ও প্ররোচনার অভিযোগে দুই শিক্ষক গ্রেপ্তার
তেজগাঁও বিভাগের মোহাম্মদপুর জোনের সহকারী পুলিশ কমিশনার এ কে এম মেহেদী হাসান জানান, স্থানীয়রা ছিনতাইয়ের সময় তাদের ধরে ফেলে এবং মারধর করে। পরে পুলিশ স্থানীয়দের সহযোগিতায় আহতদের হাসপাতালে ভর্তি করে। চিকিৎসাধীন অবস্থায় ইয়ামিনের মৃত্যু হয় এবং ফাহিম চিকিৎসা নিচ্ছেন।





