বসুন্ধরা চেয়ারম্যানসহ ১৬ জনের বিরুদ্ধে দুদকের ৬০০ কোটি টাকা আত্মসাৎ মামলা
দুর্নীতি দমন কমিশন (দুদক) ন্যাশনাল ব্যাংকের ৬০০ কোটি টাকা আত্মসাতের অভিযোগে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান আহমেদ আকবর সোবহানসহ ১৬ জনের বিরুদ্ধে মামলা করেছে। দুদকের উপপরিচালক মো. জাহাঙ্গীর আলম বাদী হয়ে সংস্থার সমন্বিত জেলা কার্যালয় ঢাকা-১–এ বুধবার মামলাটি দায়ের করেন।
মামলায় অভিযোগ করা হয়েছে, ব্যাংকের প্রচলিত বিধিবিধান লঙ্ঘন করে বসুন্ধরা ইমপোর্ট অ্যান্ড এক্সপোর্ট লিমিটেডের পক্ষে ৬০০ কোটি টাকা ফান্ডেড এবং ৭৫০ কোটি টাকা নন-ফান্ডেডসহ মোট ১ হাজার ৩৫০ কোটি টাকার ঋণ অনুমোদন ও বিতরণ করা হয়। পরবর্তীতে ফান্ডেড ঋণের ৬০০ কোটি টাকা পরিশোধ না করে যোগসাজশে আত্মসাৎ করা হয়।
আরও পড়ুন: কেন্দ্রীয় কারাগারে সাজাপ্রাপ্ত বন্দিসহ দুই কয়েদির মৃত্যু
অভিযোগে আরও বলা হয়েছে, আত্মসাৎ করা অর্থের উৎস ও মালিকানা গোপন করতে সোশ্যাল ইসলামী ব্যাংকের বসুন্ধরা শাখা থেকে ইস্ট ওয়েস্ট প্রপার্টি ডেভেলপমেন্ট প্রাইভেট লিমিটেডের কর্মীদের বেতন-ভাতা পরিশোধ করা হয়। একই সঙ্গে রংধনু বিল্ডার্সসহ বিভিন্ন প্রতিষ্ঠানের হিসাবে অর্থ স্থানান্তর করে ঋণ সমন্বয়, নগদ উত্তোলন ও অর্থ রূপান্তর করা হয়।
মামলার অন্য আসামিদের মধ্যে রয়েছেন ন্যাশনাল ব্যাংকের পরিচালক মনোয়ারা সিকদার, পারভীন হক সিকদার, মোয়াজ্জেম হোসেন, রিক হক সিকদার, রন হক সিকদার, মো. আনোয়ার হোসেন, এ কে এম এনামুল হক শামীমসহ ব্যাংকের বিভিন্ন পর্যায়ের কর্মকর্তারা।
আরও পড়ুন: গাজীপুরে জাল টাকা তৈরির কারখানা উদ্ধার, বিপুল জাল নোটসহ গ্রেপ্তার ৩
দুদকের মহাপরিচালক (প্রতিরোধ) মো. আখতার হোসেন প্রথম আলোকে মামলার বিষয়টি নিশ্চিত করেন।
২০২৪ সালের গণ-অভ্যুত্থানের পর বড় ব্যবসায়ী গোষ্ঠীর বিরুদ্ধে তদন্তের অংশ হিসেবে বসুন্ধরা গ্রুপের চেয়ারম্যান ও তার পরিবারের বিরুদ্ধে রাজস্ব ফাঁকি, ভূমি দখল, ঋণ আত্মসাৎ, অর্থ পাচারসহ বিভিন্ন তদন্ত শুরু করে দুদক ও এনবিআর। তাদের ব্যাংক হিসাব জব্দ এবং বিদেশযাত্রায় নিষেধাজ্ঞা জারি করা হয়।





