৫ দিন সাময়িক বন্ধ থাকবে রূপালী ব্যাংকের ব্যাংকিং কার্যক্রম

Sanchoy Biswas
বাংলাবাজার ডেস্ক
প্রকাশিত: ৭:৫৫ অপরাহ্ন, ০১ জুলাই ২০২৫ | আপডেট: ৯:০৪ পূর্বাহ্ন, ১৪ অগাস্ট ২০২৫
ছবিঃ সংগৃহীত
ছবিঃ সংগৃহীত

রাষ্ট্রায়ত্ত রূপালী ব্যাংক পিএলসির সব ধরনের ব্যাংকিং কার্যক্রম আগামী ৪ জুলাই থেকে ৮ জুলাই পর্যন্ত সাময়িকভাবে বন্ধ থাকবে। ব্যাংকের ডেটা সেন্টার স্থানান্তরের জন্য এই সিদ্ধান্ত নেওয়া হয়েছে বলে জানিয়েছে বাংলাদেশ ব্যাংক।

মঙ্গলবার (১ জুলাই) বাংলাদেশ ব্যাংকের ডিপার্টমেন্ট অব অফসাইট সুপারভিশন (ডিওএস) এক বিজ্ঞপ্তিতে জানায়, রূপালী ব্যাংকের বিদ্যমান ডেটা সেন্টার স্থানান্তরের কাজ নির্বিঘ্ন ও সুষ্ঠুভাবে সম্পন্ন করতে ব্যাংকটি ব্যাংকিং কার্যক্রম সাময়িক বন্ধ রাখার আবেদন করে।

আরও পড়ুন: পাম অয়েলের দাম লিটারে কমলো ১৯ টাকা

আবেদনের প্রেক্ষিতে ব্যাংক কোম্পানি আইন, ১৯৯১-এর ৪৫ ধারায় অর্পিত ক্ষমতাবলে বাংলাদেশ ব্যাংক এই অনুমোদন দেয়।

এ বিষয়ে কেন্দ্রীয় ব্যাংক দেশের সব তফসিলি ব্যাংকের ব্যবস্থাপনা পরিচালক ও প্রধান নির্বাহী কর্মকর্তাদের কাছে আনুষ্ঠানিকভাবে নির্দেশনা পাঠিয়েছে।

আরও পড়ুন: বাংলাদেশের পাট ও পাটজাত পণ্যের আমদানিতে নিষেধাজ্ঞা দিয়েছে ভারত

এই পাঁচ দিন রূপালী ব্যাংকের গ্রাহকরা ব্যাংকিং সেবা না পেলেও, ডেটা সেন্টার স্থানান্তরের কাজ সম্পন্ন হলে কার্যক্রম পুনরায় চালু হবে বলে ব্যাংক সূত্রে জানা গেছে।